ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫

ইজতেমা মাঠ পরিদর্শনে ঢাকা বিভাগীয় কমিশনার

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৫, ০৬:৩৩ পিএম

ইজতেমা মাঠ পরিদর্শনে ঢাকা বিভাগীয় কমিশনার

ছবি: রূপালী বাংলাদেশ

গাজীপুর সিটি কর্পোরেশনের পক্ষ হতে অনেকগুলো কাজ হাতে নেয়া হয়েছে। ইজতেমা শুরুর নির্ধারিত সময়ের আগেই সব কাজ সম্পুর্ন করা হবে বলে জানিয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রসাশক ও ঢাকা বিভাগীয় কমিশনার সরফুদ্দিন আহমেদ চৌধুরী। দুপুরে ইজতেমা মাঠের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, ইজতেমা কর্তৃপক্ষের ডিমান্ড ছিলো চটের পরিবর্তে টিনের, তাদের চাহিদা অনুযায়ী সে বিষয়ে উদ্যেগ নেয়া হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরো জানান, ইজতেমায় যাতে মুসুল্লিরা নির্বিগ্নে আসতে ও যেতে পারে সে বিষয়ে সরকার সচেষ্ট রয়েছে, আমরাও কাজ করছি।

এ সময় উপস্থিত ছিলেন, গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফিন, সিটি কর্পোরেশনের সিও এস এম শফিউল আজমসহ অন্যান্য কর্মকর্তাগন।

 

আরবি/জেডআর

Link copied!