ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতনের দাবিতে সোয়া তিন ঘন্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কারাখানা শ্রমিকরা। এসময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে মহাসড়কের দু’পাশে প্রায় ৪০ কিলোমিটার যানজটের সৃষ্টি হলে দূরপাল্লার যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকাল তিনটা থেকে সন্ধ্যা সোয়া ছয়টা পর্যন্ত উপজেলার কাঠালী পল্লী বিদুৎ এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে ‘রোর ফ্যাশন’ নামক একটি কারখানার শ্রমিকরা।
শ্রমিকরা জানায়, তিন মাসের বকেয়া বেতন পরিশোধ না করায় তারা রাস্তায় নেমে এসেছে। প্রশাসনের পক্ষ থেকে লিখিতভাবে বলা হয়েছিল আজ বৃহস্পতিবার বেতন পরিশোধ করবে কিন্তু কারখানার কর্তৃপক্ষ বকেয়া বেতন পরিশোধ না করে লাপাত্তা রয়েছে।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল হাসান মাহমুদ, সেনাবাহিনী, পুলিশ, হাইওয়ে পুলিশ ও শিল্প পুলিশের সোয়া তিন ঘন্টার চেষ্টা ও ১০ দিনের মধ্যে বেতন পরিশোধ করার শর্তে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে নেয়। পরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে ইউএনও আব্দুল্লাহ আল হাসান মাহমুদ বলেন, প্রশাসনের পক্ষ থেকে কারখানা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে আগামী ১০ দিনের মধ্যে বকেয়া পরিশোধ করা হবে।
ময়মনসিংহ (শিল্প পুলিশ-৫) পুলিশ সুপার (এসপি) আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, আগামী ১৯ জানুয়ারির মধ্যে বকেয়া পরিশোধ করা হবে। এমন আশ্বাস দিলে শ্রমিকরা বিক্ষোভ তুলে নেয়।
আপনার মতামত লিখুন :