বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫
ইজতেমা ময়দানে সংঘর্ষ

জুবায়েরপন্থিদের দখলে মহাসড়ক

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৪, ১২:২৭ পিএম

জুবায়েরপন্থিদের দখলে মহাসড়ক

ছবি: সংগৃহীত

বিশ্ব ইজতেমার মাঠ জুবায়েরপন্থি বুঝিয়ে দেওয়ার দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে জুবায়েরপন্থীরা। বুধবার (১৮ ডিসেম্বর) সকালে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মুলাইদের পল্লী বিদ্যুৎ এলাকায় অবরোধ করেন তারা।  এতে  মহাসড়কটিতে যানচলাচল বন্ধ হয়ে যাওয়ায় দীর্ঘ যানজট দেখা দিয়েছে।

এর আগে ভোর রাত প্রায় ৩টার সময় ইজতিমার মাঠ দখল নিয়ে সাদপন্থি ও জুবায়েরপন্থিদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় অর্ধশতাধিক।

অবরোধকারীরা বলেন, গতকাল রাতে ইজতেমা মাঠ থেকে জুবায়েরপন্থিদের মারধর করে বিতাড়িত করা হয়েছে। এসময় সাথীদের রক্তের বন্যায় রক্তাক্ত হয়েছে পবিত্র ইজতেমা ময়দান।  এছাড়াও জুবায়েরপন্থিদের মাঠ বুঝিয়ে দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে বলে জানান অবরোধকারীরা।

মাওলানা ইকরামুজ্জামান বাতেন গণমাধ্যমকে বলেন, শেষ রাতে তাহাজ্জুদ নামাজের সময় আমাদের সাথীরা শহীদ হয়েছে।  প্রতিবাদে  মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে জেলার শ্রীপুরের আলেম সমাজ। মুরুব্বিদের সিদ্ধান্ত না আসা পর্যন্ত আমাদের অবরোধ চলবে।

ইজতেমা ময়দানে সংঘর্ষকে কেন্দ্র করে জুবায়েরপন্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করায় মহাসড়কের উভয়পাশে যান চলাচল বন্ধ আছে। ঘটনাস্থলে পুলিশ অবস্থান তাদের সঙ্গে কথা হচ্ছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জয়নাল আবেদীন মন্ডল।

আরবি/জেআই

Link copied!