ঢাকা সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫

ময়মনসিংহের নান্দাইলে বেড়েছে ধনিয়া চাষ

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৫, ১২:৫৩ পিএম

ময়মনসিংহের নান্দাইলে বেড়েছে ধনিয়া চাষ

ছবি: রূপালী বাংলাদেশ

ময়মনসিংহের নান্দাইলের চরাঞ্চলের কৃষকগণ ব্যাপকভাবে ধনিয়া চাষ করে থাকেন। এ বছরও বরি শস্য হিসেবে ব্যাপকভাবে এর আবাদ হয়েছে। ধনিয়া লাভজনক ফসল হওয়ায় চাষাবাদ করে থাকেন স্থানীয় চাষীরা।

ধনিয়ার কচিপাতা ও সাদা ফুল চরের অলংকার।চরের সৌন্দর্যকে আরো বেশি সৌন্দর্যমন্ডিত ও সুশোভিত করেছে ধনে পাতার কচি পাতা ও ফুল। এই মসলা ফুলের গন্ধে মাতোয়ারা কৃষক,কৃষাণী ও পথচারী।  মসলা ফুল ও কচি পাতার ঘ্রাণে মুগ্ধ প্রকৃতি।

ধনিয়া অতিপরিচিত ও  নিত্য প্রয়োজনীয় মসলা।দিন দিন এর চাহিদা বৃদ্ধি পাওয়ায় অধিক লাভজনক ফসল হিসেবে কৃষকের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। অল্প খরচে অধিক লাভ হওয়ায় ধনিয়া চাষে ঝুঁকে পড়েছেন স্থানীয় কৃষকরা।

সরেজমিন উপজেলার চরবেতাগৈর ইউনিয়নের চরউত্তরবন্দ,চরকামট খালী, চরভেলামারী, চরশ্রীরামপুর ও চরলক্ষিদিয়া গ্রামে গিয়ে দেখা যায় ধনিয়ার সাদা ফুলে প্রকৃতির সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। এই মসলা ফুলের গন্ধে মাতোয়ারা কৃষক,কৃষাণী ও পথচারী।  মসলা ফুল ও কচি পাতার ঘ্রাণে মুগ্ধ  প্রকৃতি।

চরউত্তরবন্দ গ্রামের কৃষক আলম, রফিকুল বলেন,আমরা প্রতিবছর ধনিয়া পাতা চাষ করি।এ বছরও ধনিয়া চাষ করেছি। আশা করছি, ধনিয়া মাড়াই করে লাভের মুখ দেখবো। ধনিয়ার ভালো ফলন হবে বলে বেশ আশাবাদী চাষিরা।

হাটশিরা চরাঞ্চলের কৃষক রফিক,জব্বার জানান,ধনিয়াএকটি লাভজনক ফসল। অন্যান্য ফসলের সাথে উৎপাদন করা যায়। তাই এটা উৎপাদনে তেমন খরচ হয় না।

ধনিয়ার কচিপাতার চাহিদাও প্রচুর। ধনিয়ার কচিপাতা সালাদ হিসেবে খাওয়া যায়। আবার তরকারিতে সুগন্ধি মসলা হিসেবে ব্যবহার করা হয়।

উপসহকারী কৃষি কর্মকর্তা আজিজ আহম্মদ জানান, মসলা জাতীয় ধনিয়া অত্যন্ত উপকারী একটি ফসল। বর্তমানে ধনিয়া পাতা লাভজনক হওয়ায় কৃষকরা আগ্রহ বাড়াচ্ছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা নাইমা সুলতানা জানান, উপজেলায় ৬ হেক্টর জমিতে মসলা জাতীয় ধনিয়া চাষ হয়েছে।ধনিয়া সাথী ফসল হিসাবে লাভজনক ফসল। ধনিয়া উৎপাদনে চাষীদের মধ্যে দিনদিন আগ্রহ বৃদ্ধি পেয়েছে বলেও জানান তিনি।
 

আরবি/জেআই

Link copied!