দৈনিক রূপালী বাংলাদেশে সংবাদ প্রকাশের পর হুইলচেয়ার পেল ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়নের পাছ দরিল্যা গ্রামের আলী আজম (৪০)। এতে হুইল চেয়ারে করে চলাফেরা করার স্বপ্ন পূরণ হলো তার।
শুক্রবার (৩ জানুয়ারি) বিকালে উপজেলার নতুন বাজারে সাংবাদিক হুমায়ুন কবির ভুঁইয়ার দোকানে হুইলচেয়ার প্রদান করা হয়।
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের প্রশাসনিক কর্মকর্তা নান্দাইল পৌরসভার ৯নং ওয়ার্ডের বাসিন্দা রেজাউল করিম রিজভি এই হুইলচেয়ার প্রদান করেন।
এ সময় দৈনিক রূপালী বাংলাদেশের নান্দাইল প্রতিনিধি মোহাম্মদ আমিনুল হক বুলবুল, দৈনিক যায়যায়দিন নান্দাইল প্রতিনিধি হুমায়ুন কবির ভুইঞা উপস্থিত ছিলেন।
এর আগে গত বৃহস্পতিবার (২ জানুয়ারি) একটি হুইল চেয়ারের আকুতি প্রতিবন্ধী আজমের` শিরোনামে সংবাদ প্রকাশ করে দৈনিক রূপালী বাংলাদেশ।
এসময় রেজাউল করিম রিজভি বলেন, গত বৃহস্পতিবার(২ জানুয়ারি) দৈনিক রূপালী বাংলাদেশে প্রকাশিত সংবাদটি আমার চোখে পড়ে। সংবাদটি পড়ে আমি প্রতিবন্ধী আজমকে হুইলচেয়ার প্রদান করার সিদ্বান্ত নেই।
এ সময় তিনি সরকার এবং সমাজের বিত্তবান মানবিক মানুষদের প্রতিবন্ধী আলী আজমের পাশে থাকার আকুল আবেদন জানান।
হুইলচেয়ার পেয়ে আলী আজম আনন্দে আত্মহারা হয়ে বলেন, আমি হুইলচেয়ার পাইছি, আমি খুব খুশী। নতুন হুইলচেয়ারে এখন আমি চলতে পারবো। আমার মনের আশা পূরণ হইছে।আমি আল্লাহর কাছে দোয়া করি।
তিনি আরো বলেন, সাংবাদিক ও যিনি হুইল চেয়ার প্রদান করেছেন তাদের জন্য দোয়া করি। আল্লাহ আপনাদের ভালো করুক। আমি আপনাদের কাছে চির কৃতজ্ঞ।
আপনার মতামত লিখুন :