বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৫, ০৬:২৭ পিএম

সিংড়ায় পোস্ট অফিস উধাও, স্থানীয়দের ক্ষোভ

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৫, ০৬:২৭ পিএম

সিংড়ায় পোস্ট অফিস উধাও, স্থানীয়দের ক্ষোভ

ছবি: রূপালী বাংলাদেশ

নাটোরের সিংড়া উপজেলার ৮নং শেরকোল ইউনিয়নের ভাগনাগরকান্দী পোস্ট অফিস রাতারাতি নিজস্ব জায়গা থেকে উধাও হয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয়রা। অন্য উপজেলার পোস্ট মাস্টারের বাড়িতে কার্যক্রম চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এদিকে পোস্ট অফিসের সাইনবোর্ড, বাক্স, পোস্ট অফিসের নিজস্ব ঘর, ইট, বালু ও রাতারাতি নাই। এ নিয়ে স্থানীয়দের মধ্যে নানা গুঞ্জন শোনা যাচ্ছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, পোস্ট অফিসের চিহ্ন নেই। এতে সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে। পোস্ট মাস্টারের সাথে ফোনে কথা বললে ও তার দেখা মিলেনি।

জানা যায়, তেমুখ নওগাঁর জমিদার কৃষ্ট বিহারী সাহা ১৯৬৭ সালের দিকে জমিদার বাড়ি ও নওগাঁ বাজারের পাশে পোস্ট অফিস স্থাপন করেন। তিনি ২ শতক জমিও দান করেন। কৃষ্ট বিহারী সাহার জমির সাথে স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম ২ শতক জায়গা বিনিময় করেন। তিনি নওগাঁ বাজারের পাশে হরি মন্দিরে জায়গা দেন। তারপর থেকে পোস্ট অফিসের যাবতীয় কার্যক্রম সেখান থেকে পরিচালনা করা হচ্ছিলো।

স্থানীয়রা জানান, পোস্ট মাস্টারের বাড়ি আত্রাই উপজেলার নন্দীগ্রামে হওয়ায় ঢিলেঢালা ভাবে কার্যক্রম চলছিলো। ঠিকমতো পোস্ট অফিস খুলতো না। শুধু নাম সর্বস্ব সাইনবোর্ড এবং বাক্স চোখে পড়তো। বর্তমানে ইটসহ সবকিছু উধাও হয়ে গেছে।

প্রাক্তন প্রধান শিক্ষক রবীন্দ্র মোহন ভদ্র বলেন, পোস্ট অফিস অনেক প্রাচীন। এক সময় আমার বাবা ড. মতিন্দ্র মোহন ভদ্র দীর্ঘদিন পোস্ট মাস্টার ছিলেন। তারপর এখন পার্শ্ববর্তী উপজেলার একজন দায়িত্বে রয়েছেন।

৬৫ বছর বয়সী আবুল কায়েস বলেন, পোস্ট অফিস কৃষ্ট বিহারী সাহার জমিদার বাড়ির পাশে কিছুদিন ছিলো। সেখান থেকে নওগাঁ বাজারের পাশে মন্দীরে পোস্ট অফিস স্থাপন করা হয়। সেখান থেকে উধাও হয়ে গেছে। ইট সহ সবকিছু উধাও হয়ে গেছে। বিষয়টি খতিয়ে দেখা দরকার। কারন নওগাঁ বাজার ঐতিহ্যবাহী বাজার। এখানে পোস্ট অফিস থেকে সবার সুবিধা হতো। এখন কাউকে খুঁজে পাওয়া যায় না।

পোস্ট মাস্টার কাজী দিদারুল ইসলাম জানান, নওগাঁ বাজারের পাশে পোস্ট অফিসের কার্যক্রম চলতো। জীর্ণশীর্ণ অবস্থার কারনে তার বাসায় স্থানান্তর করা হয়েছে। সেখান থেকে কার্যক্রম চলছে। কার অনুমতি নিয়ে নিজ বাড়িতে কার্যক্রম চলছে সে বিষয়ে সদুত্তর দিতে পারেননি।

উপজেলা পোস্ট মাস্টার রজব আলী মোল্লা জানান, ভাগনাগরকান্দী পোস্ট অফিস আমাদের আওতায় নয়, এটি আত্রাই উপজেলা থেকে পরিচালিত হয়। সেখান থেকেই চিঠির আদান প্রদান হয়।

নাটোর উপ-বিভাগের ডাকঘর পরিদর্শক জিয়াউর রহমান বলেন, যদিও এটি আত্রাই উপজেলার নিয়ন্ত্রণে। তবুও সিংড়া উপজেলায় স্থাপিত ছিলো সেজন্য বিষয়টি আমরা উদ্ধর্তন কর্তৃপক্ষকে জানাবো।

আরবি/জেডআর

Link copied!