শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৫, ০৮:১২ পিএম

ব্যাংক থেকে ভিক্ষুকের ৯৩ হাজার টাকা নিয়ে উধাও প্রতারক

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৫, ০৮:১২ পিএম

ব্যাংক থেকে ভিক্ষুকের ৯৩ হাজার টাকা নিয়ে উধাও প্রতারক

ছবি : রূপালী বাংলাদেশ

কুষ্টিয়া শহরে ব্যাংকে টাকা জমা রাখতে গিয়ে প্রতারকের খপ্পড়ে পড়ে সর্বস্ব খুইয়েছেন নূরজাহান খাতুন নামের এক নারী ভিক্ষুক। ৯০ বছর বয়সী ওই নারী ভিক্ষাবৃত্তি থেকে উপার্জিত ৯৩ হাজার টাকা আজ রোববার (২৬ জানুয়ারি) সকালে শহরের বড় বাজার এলাকায় অগ্রণী ব্যাংকে জমা রাখতে গিয়ে প্রতারণার শিকার হন তিনি।

এমন সংবাদ ব্যাংকপাড়ায় ছড়িয়ে পড়লে তোলপাড় সৃষ্টি হয়। এ ঘটনায় সর্বস্ব হারানো ওই নারী সকালেই কুষ্টিয়া মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার সকাল সাড়ে ১০টার দিকে নূরজাহান নামে ৯০ বছরের নারী ভিক্ষুক তার সারাজীবনের উপার্জিত নগদ ৯৩ হাজার টাকা নতুন হিসাব নাম্বার খুলে জমা রাখতে যান কুষ্টিয়ার অগ্রণী ব্যাংক বড়বাজার শাখায়। বয়সের ভারে নূইয়্যেপড়া ওই নারী ঠিকমত হাঁটা-চলাচল করতে না পারায় এক যুবক ওই নারীর হিসাব নাম্বার খুলতে সহায়তায় এগিয়ে আসেন।

প্রয়োজনীয় কাজ সেরে ওই ব্যক্তি বৃদ্ধার কাছ থেকে ৯৩ হাজার টাকা নেন ব্যাংকে জমা দেয়ার জন্য। সরলমনে ওই নারী টাকা তুলে দেন তার হাতে। কিন্তু ঘণ্টার পর ঘণ্টা বসে থাকার পর এক পর্যায়ে ওই ব্যাংকের কর্মকর্তাদের কাছে জানতে চান তার টাকা জমা হয়েছে কিনা।

তখন ব্যাংক কর্তৃপক্ষ জানায় নূরজাহান নামে কোনো হিসাব নাম্বার খোলা হয়নি বা ওই নামে কোনো টাকাও জমা পড়েনি। ততক্ষণে ব্যাংকের কর্মকর্তাদের আর বুঝতে বাকী নেই ওই নারী প্রতারকের খপ্পরে পড়েছেন। বিষয়টি ভিক্ষুক নূরজাহান খাতুন জানতে পারলে কান্নায় ভেঙে পড়েন। এদিক-ওদিক ছুটাছুটি করেও কোনো লাভ হয়নি। পাওয়া যায়নি প্রতারকের খোঁজ।

ভুক্তভোগী নূরজাহান খাতুন জানান, ২০ বছর আগে তার স্বামী কফিল উদ্দিন মারা যান। সহায়-সম্বল বলে কিছুই নেই। অসুস্থ শরীর নিয়ে অন্যের দ্বারে দ্বারে ভিক্ষা করে চলেন। প্রতিবন্ধী দুই কন্যা সন্তান নিয়ে কষ্টে দিনাতিপাত করেন। অন্যের কাছে চেয়ে-চিন্তে যা পাই তা জমিয়ে রাখেন। এভাবে ৯৩ হাজার টাকা জমিয়েছেন তিনি। বাড়িতে নিরাপদ মনে না করে রোববার সকালে শাবানা খাতুন নামে মেয়েকে সঙ্গে নিয়ে ওই টাকা রাখতে ব্যাংকে যান। বেলা ১২টার দিকে এক ব্যক্তি ব্যাংকে হিসাব খুলে দেয়ার কথা বলে টাকা নিয়ে পালিয়ে যায়।

এ বিষয়ে অগ্রণী ব্যাংক বড়বাজার শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার আলমগীর হোসেন জানান, রোববার বেলা ১২টার দিকে ব্যাংকে এ ধরনের একটি ঘটনা ঘটেছে বলে শুনেছি। নুরজাহান খাতুন নামে ওই নারীর বর্ণনা অনুযায়ী সিসিটিভির ফুটেজ চেক করা হয়েছে। ব্যক্তিটিকে পরিস্কার চেনা যাচ্ছে না। তবে বিষয়টি কুষ্টিয়া মডেল থানা পুলিশকে জানানো হলে পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেহাবুর রহমান জানান, নূরজাহান নামে এক বৃদ্ধা মহিলা ব্যাংকে টাকা জমা রাখতে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন মর্মে থানায় এসে একটি অভিযোগ দিয়েছেন। ওই অভিযোগের ভিত্তিতে আমরা কাজ করছি। ব্যাংক থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। প্রতারককে চিহ্নিত করার কাজ চলছে।

ভুক্তভোগী ভিক্ষুক নূরজাহান খাতুন কুষ্টিয়া শহরের চালের বর্ডার এলাকায় দুই কন্যা সন্তানকে নিয়ে বসবাস করেন।

আরবি/ এইচএম

Link copied!