ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

নড়াইলে গয়েশ্বর রায়ের নামে করা মানহানীর মামলা খারিজ

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৪, ০৬:৩২ পিএম

নড়াইলে গয়েশ্বর রায়ের নামে করা মানহানীর মামলা খারিজ

গয়েশ্বর রায়। ছবি: সংগৃহীত

নড়াইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায়ের নামে করা একটি মানহানীর মামলা খারিজ হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক মো. মেহেদী হাসান এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল জেলা বিএনপির সাবেক সভাপতি ও গয়েশ্বর রায়ের আইনজীবী মো. ইকবাল হোসেন সিকদার।

মামলা সুত্রে জানা গেছে, ২০১৫ সালের ২৫ ডিসেম্বর ঢাকায় বিএনপির এক আলোচনা সভায় শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে অবমাননা বক্তব্য দেন গয়েশ্বর রায়। পরবর্তীতে তা বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রচারিত হয়। পরে এ ঘটনায় ২৯ ডিসেম্বর নড়াইল সদর আমলি আদালতে গয়েশ্বর রায়ের নামে মানহানী মামলার আবেদন করেন আশিক বিল্লাহ নামের একজন। আদালত আমলে নিয়ে নড়াইল সদর থানা পুলিশকে তদন্তের নির্দেশ দেন। পুলিশ ২০১৬ সালের ২৯ অক্টোবর গয়েশ্বর রায়কে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দেন। তবে দীর্ঘদিন ধরে মামলার বাদি আশিক বিল্লাহ আদালতে উপস্থিত না হওয়ায় আদালত মামলাটি খারিজ করে দিয়েছেন।

আরবি/জেডআর

Link copied!