ঢাকা রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫

দুর্গম শিক্ষা প্রতিষ্ঠানে সেনাবাহিনীর শিক্ষা উপকরণ বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৫, ০১:০৪ এএম

দুর্গম শিক্ষা প্রতিষ্ঠানে সেনাবাহিনীর শিক্ষা উপকরণ বিতরণ

ছবি: রূপালী বাংলাদেশ

পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কর্মসুচীর আওতায় সুবিধাবঞ্চিত দুর্গম জনপদে শিক্ষা নিশ্চিতে নাইক্যা পাড়া বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কোমলমতি ছাত্র-ছাত্রীদের বসার জন্য বেঞ্চ বিতরণ করেছে ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী-মাটিরাঙ্গা জোন।

বৃহস্পতিবার বিকালের দিকে গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. আবুল কালাম শামসুদ্দিন রানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেঞ্চ বিতরণ করেন।

এসময় মাটিরাঙা জোন অধিনায়ক লে. কর্ণেল মো. কামরুল হাসান ও মাটিরাঙ্গা জোনের উপ- অধিনায়ক মেজর মো. মুরাদ হোসাইন প্রমুখ
ছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় হেডম্যান-কারবারি ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সেনাবাহিনী পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কর্মসুচীর আওতায় সুবিধাবঞ্চিত মানুষের কল্যানে কাজ করে যাচ্ছে জানিয়ে গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. আবুল কালাম শামসুদ্দিন রানা বলেন, ধারাবাহিক কর্মকান্ডের অংশ হিসেবে  সেনাবাহিনী সুবিধা বঞ্চিত এলাকার  শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে নাইক্যা পাড়া বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরন প্রদান করা হলো। ভবিষ্যতেই এমন কর্মকান্ড অব্যাহত থাকবে।

ছাত্র-ছাত্রীদের বসার জন্য বেঞ্চ পেয়ে 
বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় হেডম্যান-কারবারি ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ সেনাবাহিনীর তথা মাটিরাঙ্গা জোনের শিক্ষাবান্ধব কর্মকান্ডের প্রশংসা করেন।

আরবি/জেডআর

Link copied!