ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

টাঙ্গাইল জেলা প্রশাসনের পক্ষে শীতার্ত মানুষদের কম্বল বিতরণ

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৪, ০৭:৩২ পিএম

টাঙ্গাইল জেলা প্রশাসনের পক্ষে শীতার্ত মানুষদের কম্বল বিতরণ

ছবি: রূপালী বাংলাদেশ

টাঙ্গাইলে জেলা প্রশাসনের পক্ষ থেকে ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ২১ ডিসেম্বর শনিবার সকালে টাঙ্গাইল রেল স্টেশন এলাকায় দেড় শতাধিক ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক শরীফা হক।

এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জিয়াউল ইসলাম চৌধুরী, জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা আক্তারুজ্জামান, টাঙ্গাইল সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার এবং জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শীতবস্ত্র কেনার জন্য সরকারিভাবে ১২ উপজেলায় তিন লাখ টাকা করে মোট ৩৬ লাখ ও পরবর্তীতে আরও ৩২ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ পাওয়া গেছে।

এছাড়াও ১১টি পৌরসভার মধ্যে প্রথম শ্রেণীর জন্য দুই লাখ করে, দ্বিতীয় শ্রেণীর জন্য দেড় লাখ করে ও তৃতীয় শ্রেণীর জন্য এক লাখ টাকা করে বরাদ্দ পাওয়া গেছে। এ গুলো পর্যায় ক্রমে হস্তান্তর করা হবে।

আরবি/জেডআর

Link copied!