ঢাকা সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫

মহালছড়িতে শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৫, ১০:২৫ এএম

মহালছড়িতে শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ

ছবি: রূপালী বাংলাদেশ

পার্বত্য অঞ্চলে শিক্ষা আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ‘শিক্ষা হোক উন্নয়নের হাতিয়ার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মহালছড়িতে গোলক পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ জানুয়ারি) উপজেলার মাইসছড়ি ইউনিয়নে গোলক পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এসএমসি এডহক কমিটির আয়োজিত বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ প্রতিষ্ঠাতা ম্রাসাথোয়াই মারমা।

এসময় মহালছড়ি উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ও এসএমসি কমিটির সভাপতি সুভায়ন খীসার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য কংজপ্রু মারমা, সদস্য বঙ্গমিত্র চাকমা, গোলক পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, প্রধান শিক্ষক সুইচিং মং মারমা, ক্যজরী মারমাসহ সুশীল সমাজের গন্যমান্য ব্যক্তিবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

আরবি/জেআই

Link copied!