ময়মনসিংহের নান্দাইলে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুস্থ, অসহায় ও প্রতিবন্ধী ৫শ পরিবারের মাঝে খাবারের প্যাকেট বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকল ১০টায় জেলা যুবদলের উদ্যোগে নান্দাইল উপজেলা পরিষদের সামনে খাবারের প্যাকেট বিতরণ করা হয়।
খাবার প্যাকেট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নান্দাইল পৌরসভার সাবেক পৌরমেয়র এ.এফ.এম, আজিজুল ইসলাম পিকুল, বিএনপি নেতা আনোয়ার হোসেন মাস্টার,বাবু পল্লব রায়, সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম,জসিম উদ্দিন জসিম, সিরাজুল ইসলাম সিরাজ, কাউন্সিলর হাবীবুল্লাহ আলী, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক রবিউল করিম বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক নিক্সন, সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ মলয় দত্ত, ধর্ম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমানসহ কৃষি বিষয়ক সম্পাদক মামুন, যুবদল নেতা তুহিনুল ইসলাম তুহিন, মহসিন, আসাদ, হাফেজ মাওলানা এমদাদুল হক প্রমুখ।
খাবার বিতরণ অনুষ্ঠানে নান্দাইল উপজেলা, পৌর যুবদল, ১৩ ইউনিয়ন ও পৌরসভা যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :