গোপালগঞ্জের মুকসুদপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষকে পতিত সরকারের সহায়কদের তাণ্ডব হিসেবে উল্লেখ করে, এর সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি।
রোববার সকাল সাড়ে ১০টায় জেলা বিএনপি কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন, জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিকুজ্জামান। এসময় জেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত মুকসুদপুর উপজেলা সদরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়।
জেলা বিএনপি এই ঘটনার ত্রুটিপূর্ণ তথ্য প্রকাশের কথা উল্লেখ করে জানায়, বিএনপির কর্মী-সমর্থকদের ওপর পতিত সরকারের দোসররা হামলা চালিয়েছে এবং হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। তারা আরও দাবি করে যে, গোপালগঞ্জ বিএনপিতে কোনো গ্রুপিং নেই।
পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা আইনজীবী কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
আপনার মতামত লিখুন :