বসত বাড়ি থেকে দেশি-বিদেশি মদ উদ্ধার করেছে ডিবি পুলিশ। এঘটনায় কাউকে আটক করতে না পারলেও একজনকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ।
বুধবার (৩০ অক্টোবর) গভীর রাতে শরীয়তপুর পৌরসভার পশ্চিম কোটাপাড়া এলাকার অমূল্য চন্দ্র বালার ঘর থেকে এসব মাদক উদ্ধার করা হয়েছে।
ডিবি পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পশ্চিম কোটাপাড়া এলাকার বীর মুক্তিযোদ্ধা অমূল্য চন্দ্র বালার ছেলে অপু চন্দ্র বালা মাদক ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে পশ্চিম কোটাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে শরীয়তপুরের ডিবি পুলিশের একটি টিম। অভিযানে অমূল্য চন্দ্র বালার বসত ঘর থেকে ৫ বোতল বিদেশি মদ ও ৫ লিটার দেশী মদ উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপু চন্দ্র বালা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি ডিবি পুলিশ। তবে এঘটনায় অপু চন্দ্র বালাকে আসামী করে মামলা দায়ের করেছে পুলিশ।
স্থানীয় হরিদাস, রীতা চন্দ্র বালা ও সুজন তালুকদার বলেন, অপু চন্দ্র বালা মাদক ব্যবসায়ী কয়েক দিন পর পর`ই ধরা খায়। সে এলাকার যুব সমাজকে নষ্ট করে ফেলছে। আমরা প্রশাসনের কাছে এর কঠিন বিচার দাবি করছি। তাকে যেন দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়।
এ বিষয়ে জানতে চাইলে অপু চন্দ্র বালার মা দীপা রাণী বলেন, বুধবার রাত সাড়ে ৯টার দিকে আমার ছেলের বাসায় মদ পায় পুলিশ। ছেলে অপুর নামে এর আগেও মাদক ও নারী নির্যাতন মামলা হয়েছিল। আমি অন্যায়ের বিরুদ্ধে, ছেলে যদি অপরাধী হয় শাস্তি হবে, এটাই চাই।
শরীয়তপুরের ডিবির ওসি আবু বকর মাতুব্বর বলেন, পশ্চিম কোটাপাড়া এলাকা থেকে বিদেশি ৫ বোতল ও দেশী ৫লিটার মদ জব্দ করা হয়েছে। এঘটনায় কাউকে আটক করা যায়নি, তবে একজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
আপনার মতামত লিখুন :