চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়রের চেয়ারে বসেই নগরপিতা জানিয়েছেন, `সকাল ৮টা থেকে ৫টা পর্যন্ত আমি সবার মেয়র। এই সময়ে আমার দলের কোনো নেতাকর্মী কর্পোরেশনে এসে কাজের ক্ষতি করবেন না। এই নগরীকে বাচাতে-সাজাতে এবং গ্রীন সিটি হিসেবে এই নগরীকে গড়ে তুলতে আমাদের অনেক কাজ করতে হবে। আমাকে সে কাজ করার সুযোগ করে দিবেন।`
মঙ্গলবার (৫ নভেম্বর) বিকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
নগরীকে পরিচ্ছন্ন রাখা আপনার-আমার সবার দায়িত্ব জানিয়ে নগরবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা আপনাদের বাড়ির আঙ্গিনা পরিস্কার রাখুন। বাড়ির উঠোন পরিস্কার রাখুন-নগর পরিস্কার রাখা আমার দায়িত্ব। আমি নগর পরিস্কার রাখবো।
ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় কন্ট্রোল রুম খোলার কথা জানান চসিকের নতুন মেয়র ডা.শাহাতাদ। তিনি বলেন, যেখানে ডেঙ্গু আক্রান্ত মানুষ রোগী আছে আমাদের জানাবেন। আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিব।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, যে কাজগুলো অধিক গুরুত্বপূর্ণ সে কাজগুলো আমি আগে করতে চাই।
জলাবদ্ধতা প্রকল্প সম্পর্কে নিজের অভিব্যক্তি জানাতে গিয়ে তিনি বলেন, জলাবদ্ধতা প্রকল্প নিয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কাজ করছে। আমরা ইতোমধ্যে সিডিএ’র সাথে কথা বলেছি। একসাথে বসে এই বিষয়টা নিয়ে ভবিষ্যতে আলাপ করবো।
উল্লেখ্য, ৩নভেম্বর, রবিবার সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ডা. শাহাদাত হোসেনকে মেয়রের শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ। শপথগ্রহণ শেষে চসিক মেয়র বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাতে যান।
আপনার মতামত লিখুন :