কুষ্টিয়ায় হরিজন পল্লীতে শিশুদের প্রতিভা অন্বেষণ অঙ্কন প্রশিক্ষণ কার্যক্রম করা হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) বিকেলে এ প্রশিক্ষণ কার্যক্রম করেন কুষ্টিয়া জিলা স্কুলের শিক্ষক (অবসর) মীর জাহিদ। তিনি জানান, অবসরের পর আমি থেমে থাকিনি। সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কাজ করি।
তিনি আরও জানান, আমার দীর্ঘদিনের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান কুষ্টিয়া জিলা স্কুল। অবসরের পর এখন থেকে নতুনভাবে কাজ শুরু করি। মূলত দেশ প্রেম, অসাম্প্রদায়ীক মানবিক বোধ জাগ্রত করা, প্রকৃতির প্রতি ভালবাসা থেকে এ কাজ। সেই সাথে জাতীয় পতাকার সঠিক মাপ ও শুদ্ধ জাতীয় সংগীতের প্রশিক্ষণ প্রদান করা হয়। শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব দেয়ার গুনাবলী ও যোগ্যতা সম্পন্ন আদর্শ নাগরিক করে গড়ে তোলা উদ্দেশ্য। আমার এই কার্যক্রম চলমান থাকবে আমৃত্যু।
আপনার মতামত লিখুন :