জয়পুরহাটরের আক্কেলপুরে ধান বোঝাই ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে মো. ছামসুল ইসলাম (৩৮) নামের এক চালক মৃত্যু বরণ করেছেন। শনিবার ৭ ডিসেম্বর বেলা ১১টা ২০ মিনিটে আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের কাঁঠালবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ময়নুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মো. ছামসুল ইসলাম বগুড়া জেলার আদমদিঘী উপজেলার পূর্ব ঢাকা পশ্চিম সিংরা গ্রামের মো. জাব্বির রহমানের ছেলে। তিনি পেশায় একজন ট্রাক্টর ড্রাইভার।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, চালক ছামসুল জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার ইটাখোলা থেকে ট্রাক্টর বোঝাই ধান নিয়ে নওগাঁর উদ্দেশ্যে যাচ্ছিলেন। উপজেলার কাঁঠালবাড়ি এলাকায় ট্রাক্টরটির পেছনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এলাকাবাসি ঘটনাস্থলেই গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় চালক ছামসুলের মৃত্যু হয়।
আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. আসিফ আদনান বলেন, মারাত্মক ভাবে মাথায় আঘাত (হেড ইনজুরি) অবস্থায় ছামসুল ইসলামকে নিয়ে আসেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) ময়নুল ইসলাম জানান, চালক মো. ছামসুল ইসলাম কাঁঠালবাড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে তার ট্রাক্টরটি উল্টে খাদে পড়ে যায়। তাকে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি আরও বলেন, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে ছামসুলের মরদেহ বুঝিয়ে দেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :