ঢাকা শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

নান্দাইলে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ময়মনসিংহ ব্যুরো

প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২৪, ০৯:৩৫ পিএম

নান্দাইলে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ছবি: রূপালী বাংলাদেশ

ময়মনসিংহের নান্দাইলে ১ হাজার পিস ইয়াবা ও নগদ চার হাজার টাকাসহ ইব্রাহিম খান ওরফে বাবা খান (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে নান্দাইল মডেল থানা পুলিশ 

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে নান্দাইল মডেল থানার ওসি ফরিদ আহমেদ ও এসআই নুরে আলমসহ সঙ্গীও ফোর্স সঙ্গে নিয়ে উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের বাশাটি বাজার সংলগ্ন এলাকা থেকে মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ইব্রাহিম খান ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের বেহেত্তরী এলাকার আব্দুল মোতালিব খানের ছেলে।

এ সময় তার নিকট থেকে ১ হাজার পিস ইয়াবা যার আনুমানিক মূল্য তিন লাখ টাকা ও মাদক বিক্রির নগদ চার হাজার টাকা উদ্ধার করা হয়।

নান্দাইল মডেল থানার ওসি ফরিদ আহমেদ শুক্রবার প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ বিষয়টি নিশ্চিত করেন। এ সময় তিনি বলেন ইব্রাহিম খানের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।

ওসি ফরিদ আহমেদ বলেন অপরাধীরা যেই হোক তাকে কোন ছাড় দেওয়া হবে না। বিশেষ করে নান্দাইলে জুয়া ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স অব্যাহতা থাকবে। 

আরবি/জেডআর

Link copied!