ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

পুলিশ প্লাজা সড়কে অপেক্ষায় ছিল মাদক কারবারি

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৪, ০৬:২৩ পিএম

পুলিশ প্লাজা সড়কে অপেক্ষায় ছিল মাদক কারবারি

ছবি: রূপালী বাংলাদেশ

বগুড়ার পুলিশ প্লাজার সড়কে এক কেজি গাঁজার পোটলা নিয়ে অপেক্ষায় ছিল শামিম মিয়া নামের মাদক কারবারি। তথ্য পেয়ে অভিযান চালিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

সোমবার (১৪ অক্টোবর) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। আগেরদিন রোববার রাতে বগুড়া শহরের সাতমাথা ভায়া পুলিশ প্লাজা সড়ক থেকে মাদক কারবারি শামিম মিয়াকে (৩৮) গ্রেপ্তার করা হয়। সে বগুড়া সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়নের কোয়ালীপাড়া এলাকার মৃত নাজিম উদ্দিনের ছেলে। 

ডিবি সুত্র জানায়, সাতমাথা থেকে পুলিশ প্লাজা সড়কের শহীদ খোকন পার্ক এলাকায় গাঁজা নিয়ে ওই ব্যক্তি অবস্থান করছিল। গোপন তথ্যের ভিত্তিতে ডিবির চৌকস সদস্যরা সেখানে অভিযান চালায়। গ্রেপ্তার মাদক কারবারির কাছে বিশেষ কায়দায় রক্ষিত এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। 

আরবি/জেডআর

Link copied!