ঢাকা বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

পঞ্চগড়ে অনির্দিষ্টকালের জন্য ওষুধের দোকান বন্ধের হুঁশিয়ারি

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৪, ০৫:০১ পিএম

পঞ্চগড়ে অনির্দিষ্টকালের জন্য ওষুধের দোকান বন্ধের হুঁশিয়ারি

ছবি: রূপালী বাংলাদেশ

পঞ্চগড়ে অনির্দিষ্টকালের জন্য ওষুধের দোকান বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন ক্যামিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি। বুধবার দুপুরে (২৭ নভেম্বর) সমিতির পঞ্চগড় শাখার আয়োজনে বিএনপি দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধন থেকে এ হুঁশিয়ারি দেন নেতারা।

এ সময় সংগঠনটির সভাপতি মোবাশ্বের হোসেন, সিনিয়ার সহ-সভাপতি মনিরুল ইসলাম রুবেল, সদস্য রাজিউর রহমান রাজুসহ ওষুধ ব্যবসায়ীরা বক্তব্য রাখেন।

জানা যায়, জেলা শহরের ধাক্কামারায় সাহেরা মেডিসিন মার্ট নামে এক  দোকানে ওষধ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী ওষুধ ব্যবসায়ী সাজু। কিন্তু আসামি গ্রেপ্তার না করার অভিযোগ উঠেছে মামলার তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে। তারই প্রতিবাদে পঞ্চগড়  শহরে দোকান বন্ধ রেখে মানববন্ধন করেছে ওষুধ ব্যবসায়ীরা।

বক্তাদের দাবি, দোকানের কর্মচারি বাদল চন্দ্র লাখ লাখ টাকার  মালামাল চুরি করেছেন। তার বিরূদ্ধে মামলা দায়ের করা হয়েছে। কিন্তু আসামি প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাকে গ্রেপ্তার করছে না পুলিশ। উল্টো আসামি বাদল চন্দ্র মামলার বাদিকে হুমকি দিচ্ছেন। জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও প্রতিকার না পাওয়ায় তাদের মানববন্ধন করতে হচ্ছে।

মানববন্ধনে আগামী ২৪ ঘন্টার মধ্যে বাদল চন্দ্রকে গ্রেপ্তার করা না হলে জেলার ওষুধের দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার আল্টিমেটাম দেন। এর আগে সকাল থেকে পঞ্চগড় শহরের সকল ঔষুধের দোকান বন্ধ রাখা হয়। মানববন্ধনে জেলার প্রায় দেড়শতাধিক ঔষধ ব্যবসায়ীরা অংশ নেন। মানববন্ধনের সময় দোকান বন্ধ থাকায় বিপাকে পড়েন ওষুধ নিতে আসা রোগীর স্বজনেরা।

 

 

আরবি/ এইচএম

Link copied!