সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হতে বাকি কিছুদিন। এরই মধ্যে এর প্রস্তুতি শুরু হয়েছে বেশ জোরেসোরে, প্রতিমা তৈরির কাজ চলছে পুরোদমে। কোন কোন মন্ডপে প্রতিমা তৈরির কাজ শেষ হয়েছে। চলছে রংয়ের কাজ। এ যেন দুর্গোৎসবের আগেই মহোৎসবের আমেজ! জেলার প্রতিটি মন্দিরেই চলছে প্রতিমা তৈরীর উৎসব। এ উৎসবকে রাঙাতে প্রতিমা তৈরি করতে বিভিন্ন এলাকা থেকে এসেছেন মৃৎশিল্পীরা। তারা মনের মাধুরী মিশিয়ে তৈরী করছেন প্রতিমা।
সরেজমিনে জেলার মন্দিরগুলো ঘুরে জানা যায়, এবছরে অনেক আগাম প্রতিমা তৈরীর কাজ করছেন মন্দির কমিটির সদস্যরা। বর্তমান সময়ে তেমন কারিগর সংকট না থাকলেও যত তাড়াতাড়ি সম্ভব প্রতিমা তৈরী করে নিচ্ছেন মন্দির কমিটির সদস্যরা। মৃৎশিল্পীদের কৈলাস ও গয়ার সাথে কথা হলে তারা জানান, বিভিন্ন জায়গায় রেডিমেড দূর্গা প্রতিমা ক্রয় করা হয়। কিন্তু এদিক থেকে ময়মনসিংহ জেলা একদম ব্যতিক্রম। এই অঞ্চলে প্রায় প্রতিটি মন্দিরে প্রতিমা বানানোর পাশাপাশি সামান্য কিছু প্রতিমা রেডিমেড ক্রয় করা হবে।
চলতি বছরে বিভিন্ন স্থানে সর্বনিম্ন ৩ হাজার টাকা থেকে ২০ হাজার টাকা মূল্যে প্রতিমার অর্ডার পেয়েছেন বলেও জানান তারা। এছাড়াও অনেকে চাহিদা অনুযায়ী এসব প্রতিমা তৈরীর অর্ডার দেন।
জেলার ত্রিশাল উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী শংকর দা বলেন, চলতি বছরে স্থানীয় কারিগর দ্বারা প্রতিমা তৈরীর কাজ শেষ পর্যায়ে, চলছে রংয়ের কাজ। যে কোন মূহুর্তে কারিগর সংকটে পড়তে হতে পারে বলে যত দ্রুত সম্ভব প্রতিমা তৈরি নিয়ে ব্যাস্ত সময় পার করছেন স্থানীয় মন্দির কমিটির সদস্যরা। আগেভাগেই প্রতিমা তৈরি করে নিশ্চিত হতে চাইছেন সবাই।
নিরাপত্তার বিষয়ে ময়মনসিংহ পুলিশ মোঃ আজিজুল ইসলাম জানান, জেলায় এবার ৮১২ টি মন্ডপে পূজার আয়োজন চলছে। প্রতিবছরের ন্যায় এবারও আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করবে। এ বছর আরো অধিক হারে নজরদারি বৃদ্ধি করা হবে যাতে ধর্মীয় অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়।
আপনার মতামত লিখুন :