র্যাবের পোশাক পরে ডাচ্ বাংলা ব্যাংকের উল্লাপাড়া এজেন্ট শাখার সাড়ে ২৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ মোট ১১ জন আন্তঃজেলা ডাকাতকে গ্রেপ্তার করেছে। গত দুই দিনে এদেরকে গ্রেপ্তার করা হয়। পুলিশ এ সময় গ্রেপ্তারকৃতদের নিকট থেকে ডাকাতি ও ছিনতাই কাজে ব্যবহৃত একটি মাইক্রবাস এবং ছিনতাই করা কিছু অর্থ এক জোড়া হ্যান্ডকাপ, ডাকাতির কাজে ব্যবহৃত দুটি কোটি, কাভারসহ একটি খেলনা পিস্তল ও চার্জারসহ দুটি ওয়াকিটকি, ১৭টি মোবাইল ফোন সেট জব্দ করা হয়েছে।
সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জিয়াউর রহমান রোববার রাতে জানান, ধৃত ডাকাতদের মধ্যে ৭ জন ডাচ্ বাংলা ব্যাংকের অর্থ ছিনতায়ের ঘটনার কথা স্বীকার করেছে। গত ১২ ডিসেম্বর সন্ধ্যায় উল্লাপাড়ায় ডাচ্ বাংলা ব্যাংকের এজেন্ট শাখার কর্মী মামুনুর রশিদ ও জোনায়েদ রহমান মিরাজ সাড়ে ২৮ লক্ষ টাকা একটি ব্যাগে নিয়ে মোটর সাইকেলে করে লাহিড়ী মোহনপুর শাখায় নিয়ে যাচ্ছিলেন। পথে সরকারি আকবর আলী কলেজের পাশের রাস্তায় ছিনতাইকারীরা একটি মাইক্রবাসে করে এসে তাদের গতিরোধ করে। এসময় তাদের মুখ চেপে ধরে উল্লিখিত পরিমান অর্থ ছিনিয়ে নিয়ে তাদেরকেও মাইক্রবাসে তুলে নিয়ে যায়। তাদের ব্যবহৃত মোটর সাইকেলটি রাস্তার পাশে ফেলে দেওয়া হয়। পরে রাত ১০টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কে উল্লাপাড়ার হাটিকুমরুলের অদূরে হাত-পা চোখ বেধে উল্লিখিত দুই কর্মীকে রাস্তায় ফেলে দিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। এ ব্যাপারে পর দিন উল্লাপাড়া মডেল থানায় একটি মামলা হয়।
সিরাজগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ জিয়াউর রহমান আরও জানান, গোয়েন্দা পুলিশের সহযোগিতায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আন্তঃজেলা ডাকাত দলের সদস্যদেরকে বিভিন্ন জেলা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাতিয়া গ্রামের আব্দুল মজিদের ছেলে জীবন পারভেজ রেজা (৪৭), একই গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে বাচ্চু মিয়া (৪৭), একই গ্রামের মৃত তুফান মÐলের ছেলে রবিউল করিম (৪৫), মৌলভীবাজারের রাজনগর থানার করতল গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে আফজল মিয়া উজ্জল (৪০), ঝালকাঠি জেলার নলছিড়ি থানার জুরকাঠি গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মোঃ জয় (৪০), চাঁদপুর জেলার মতলব উত্তর থানার সাতবাড়িয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে সুমন মিয়া (৪০), শেরপুরের শ্রীরবদি থানার ধাতুয়া গ্রামের মৃত সৈয়াদুল রহমানের ছেলে মোঃ সুমন (৪৭), পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার বড়মাছুয়া গ্রামের হোসেন আলীর ছেলে শাহাদত হোসেন (৫৫), জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার মানিকপাড়ার মৃত আনারুলের ছেলে মো. আপেল (৩৬), পাবনা জেলার চাটমোহর থানার নবীন পূর্বপাড়া গ্রামের মৃত আবুর হোসেন সরদারের ছেলে শহিদুল ইসলাম (৪৪) ও চাঁদপুরের ফরিদগঞ্জ থানার ভুটাল হাজিবাড়ি গ্রামের আব্দুল রহিমের ছেলে মোস্তফা কামাল জয় (৪৭)।
আপনার মতামত লিখুন :