সোমবার, ৩১ মার্চ, ২০২৫

নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে: ধর্ম উপদেষ্টা

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২৪, ০৪:১৩ পিএম

নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে: ধর্ম উপদেষ্টা

ছবি: রূপালী বাংলাদেশ

নির্বাচন প্রসঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, রাজনৈতিক অস্থিরতা দূরীকরণ, অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিত এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে সরকার গুরুত্বপূর্ণ সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করছে। এসব কাজ সম্পন্ন করার পর নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে।

গতকাল সোমবার পটুয়াখালী ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের শিক্ষক, মসজিদের খতিব এবং  ইমাম-মুয়াজ্জিনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।

এসময় সাম্প্রদায়িক সম্প্রীতির প্রসঙ্গে তিনি বলেন, এই মুহূর্তে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা সবচেয়ে বেশি প্রয়োজন। গত ৫ আগস্টের পর থেকে এখন পর্যন্ত সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনায় ৯৩টি মামলা হয়েছে এবং অভিযুক্ত ৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনাগুলো কোনরূপ ধর্মীয় উগ্রবাদ কিংবা সাম্প্রদায়িক অসহিষ্ণুতা থেকে হয়নি। এর পিছনে  রাজনৈতিক কিংবা ব্যক্তি স্বার্থ জড়িত আছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের প্রতিটি নাগরিকের স্ব-স্ব ধর্ম পালনের সমান অধিকার রয়েছে। কেউ যদি এ অধিকার ক্ষুণ্ন করার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেন বলেন, ইমাম-মুয়াজ্জিনদের জন্য বেতনস্কেল তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে তাদের জীবনমানের উন্নয়ন ঘটবে এবং তারা নিবেদিতভাবে দায়িত্ব পালন করতে পারবেন। দ্রুত সময়ের মধ্যে বেতনস্কেলটি তৈরি করে প্রধান উপদেষ্টার অনুমোদন নিয়ে গেজেট আকারে প্রকাশ করা হবে।

ধর্ম উপদেষ্টা আরও বলেন, ইমাম-মুয়াজ্জিনদের চাকরির নিশ্চয়তা থাকা দরকার। একজনের কথাতে ইমাম নিয়োগ দেওয়া হবে, আরেকজনের কথাতে বরখাস্ত করা হবে- এ সিস্টেম চলতে পারে না। কোন ইমামের বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে, সেটা পদ্ধতিগতভাবে নিষ্পত্তি করতে হবে। এ বিষয়ে মন্ত্রণালয় থেকে সার্কুলার জারি করা যায় কি না, সেটা নিয়েও চিন্তাভাবনা চলছে।

সমাজে যদি আলেম-ওলামাদের দাম না থাকে, তাহলে আমাদেরও দাম থাকার কথা না- বলেও মন্তব্য করেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আসমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন এবং পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ।

আরবি/জেডআর

Link copied!