ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫

বান্দরবানে বন্যহাতির আক্রমণে কৃষক নিহত, বিদ্যুৎস্পৃষ্টে আরেক হাতির মৃত্যু

লামা (বান্দরবান) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৫, ০২:৩৬ পিএম

বান্দরবানে বন্যহাতির আক্রমণে কৃষক নিহত, বিদ্যুৎস্পৃষ্টে আরেক হাতির মৃত্যু

ছবি: সংগৃহীত

বান্দরবানের চকরিয়া উপজেলায় বন্যহাতির আক্রমণে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দক্ষিণ ঘুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কৃষক দক্ষিণ ঘুনিয়া এলাকার মৃত আলী আহমদের পুত্র ফরিদুল আলম (২৭)।

স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদুল আলমের দক্ষিণ ঘুনিয়া পাহাড়ি এলাকায় একটি লাউখেত ছিল, যা তিনি রাতে পাহারা দিতেন। এক সপ্তাহ ধরে একটি বন্য হাতি ওই এলাকার ফসলি জমিতে হানা দিয়ে ক্ষতি করছিল। এমন পরিস্থিতিতে সোমবার রাতে লাউখেত পাহারা দেওয়ার সময় হঠাৎ ফরিদুল হাতির সামনে পড়েন। পরবর্তীতে তিনি পালানোর চেষ্টা করেও রক্ষা পাননি এবং হাতির পায়ের আঘাতে তার শরীরের একটি অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে হাতিটি বনের মধ্যে চলে গেলে স্থানীয়রা ফরিদুলের মরদেহ উদ্ধার করে তার বাড়িতে নিয়ে যান।

উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গভীর রাতে ফরিদুল আলম খেত পাহারা দেওয়ার সময় হঠাৎ বন্য হাতির সামনে পড়েন এবং হাতি তাকে পায়ের নিচে পিষে হত্যা করে। বন বিভাগ নিহতের পরিবারকে সাহায্য করবে বলে জানিয়েছেন।

লামা সদর রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আতা ইলাইহি জানান, তারা ঘটনাস্থলে উপস্থিত আছেন এবং ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানানো হবে।

অন্যদিকে, লামা উপজেলার কুমারী চাটকাটা এলাকায় একটি বন্যহাতি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। সোমবার (৭ জানুয়ারী) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বিদ্যুতের তারে জড়িয়ে ওই হাতিটি মারা যায়।

আরবি/এফআই

Link copied!