ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

ঝিকরগাছায় এইচ পি ভি ভ্যাকসিন নিশ্চিত করতে হবে

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৪, ০৭:১৭ পিএম

ঝিকরগাছায় এইচ পি ভি ভ্যাকসিন নিশ্চিত করতে হবে

ছবি : রূপালী বাংলাদেশ

যশোরের ঝিকরগাছায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং মাদরাসা সুপারদের সাথে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) বিকাল চারটায় ঝিকরগাছা বদরুদ্দীন মুসলিম (বিএম) হাইস্কুলের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিকরগাছা উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভূপালী সরকার।

ইউএনও ভূপালী সরকার বলেন, ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ছাত্রীদের এইচপিভি (জরায়ু মুখে ক্যান্সার প্রতিরোধ টিকা) ভ্যাকসিন দেয়া নিশ্চিত করা হবে। এ ব্যাপারে সকলের সহযোগিতা করতে হবে। ঝিকরগাছার ২২৫ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মানোন্নয়নে তিন বছরব্যাপী একটি সমন্বিত পরিকল্পনা করা হয়েছে।

এ ছাড়াও প্রতিটি প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য আলাদা ওয়াশ ব্লক তৈরি, অভিভাবকদের সমন্বয়ে মাদক বিরোধী কমিটি গঠন, বাংলা ও ইংলিশ ডিবেটিং ক্লাব গঠন, স্কুলে ডে কেয়ার সেন্টার গঠন, আর্সেনিক মুক্ত গভীর নলকূপ স্থাপন করা, বিলুপ্তপ্রায় গ্রামীণ খেলাধুলা পুনরায় শুরু করাসহ আরও অনেক কার্যক্রম গ্রহণ করা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।

সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাহিদুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) নাভিদ সরোয়ার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামরুজ্জামান জাহাঙ্গীর, ঝিকরগাছা বিএম হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুস সামাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশিদুল আলম, ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হাসান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঝিকরগাছা মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইলিয়াস উদ্দীন, ঝিকরগাছা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান উদ্দীন, বেজিয়াতলা আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা দ্বিন ইসলাম, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু, আশরাফ ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আশরাফ হোসেন।

অনুষ্ঠানে ঝিকরগাছা উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরবি/ এইচএম

Link copied!