ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে অসহায়দের শীতবস্ত্র দিল এরফান গ্রুপ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৫, ১১:১৭ পিএম

চাঁপাইনবাবগঞ্জে অসহায়দের শীতবস্ত্র দিল এরফান গ্রুপ

ছবি: রূপালী বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জে অসহায়, দুস্থ ও দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে এরফান গ্রুপ। রোববার (১২ জানুয়ারি) ও  সোমবার (১৩ জানুয়ারি) জেলার বিভিন্ন অঞ্চলে এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

এরফান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব আলম, সি.আই.পি. এর নেতৃত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এরফান গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে আগামী দিনে এই ধরনের সামাজিক কার্যক্রম চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যাক্ত করে মাহবুব আলম বলেন, যাতে সমাজের অসহায় মানুষদের সাহায্য করা যায় এবং তাদের জীবনযাত্রার মান উন্নত করা যায় সে লক্ষ্যে আমরা সহায়তা অব্যাহত রাখব।

আরবি/এফআই

Link copied!