ফ্যাসিস্ট শেখ হাসিনা মুক্ত দেশে বর্ণাঢ্য আয়োজন আর উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে খাগড়াছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে আনন্দ শোভাযাত্রা শেষে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।
রোববার (২৭ অক্টোবর) দুপুরের দিকে খাগড়াছড়ি শহরের মুক্ত মঞ্চে খাগড়াছড়ি জেলা যুবদল আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভুইয়া।
মুক্ত মঞ্চে বিশাল যুব সমাবেশে বর্ষপূর্তির কেক কাটেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।
খাগড়াছড়ি জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজের সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর এ সমাবেশে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী,
খাগড়াছড়ি জেলা বিএনপির জৈষ্ঠ্য সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, সহ-সভাপতি আবু ইউসুফ চৌধুরী, সাধারণ সম্পাদক এম এন আফছার ও যুগ্মসম্পাদক যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, জেলা যুবদলের সহ-সভাপতি নাসির সিকদার, আমির খান ঝিনুক, যুগ্ম সম্পাদক কমল বিকাশ ত্রিপুরা, জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান ও জেলা ছাত্রদলের সভাপতি শাহেদুল হোসেন সুমন প্রমুখ।
যুবদলের নেতাকর্মীদের জনগণের কাছে যাওয়ার নির্দেশ দিয়ে ওয়াদুদ ভুইয়া বলেন, জনগণ কষ্ট পায় এরকম কোন আচরণ আপনারা করবেন না। স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা এখনো দেশে রয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, এখনো তারা নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত। এ ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে।
পাহাড়ে একটি গোষ্ঠি অস্ত্র দিয়ে চাঁদাবাজি করে চলেছে। তারা এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার কাজে লিপ্ত রয়েছে। এ ব্যাপারে পাহাড়ি বাঙালি সকলকে সতর্ক থাকার আহ্বান জানান ওয়াদুদ ভুইয়া।
এর আগে খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী`র নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা শহরের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিন করে। পরে পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ করেন নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :