ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

নাটোরে প্রবাসীর স্ত্রীর পরকীয়ায় বাধা, অভিমানে প্রেমিককে নিয়ে আত্মহত্যা

নাটোর প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৫, ০৩:৩৯ পিএম

নাটোরে প্রবাসীর স্ত্রীর পরকীয়ায় বাধা, অভিমানে প্রেমিককে নিয়ে আত্মহত্যা

ছবি: রূপালী বাংলাদেশ

নাটোরের গুরুদাসপুরে যুবক রাকিব ও আতিয়া খাতুন নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ সকাল ৮টার দিকে উপজেলার খুবজীপুরের পিপলা এলাকা থেকে গলায় ফাঁস দেয়া অবস্থায় রাকিবের (১৮) মরদেহ উদ্ধার করে পুলিশ। অপরদিকে মঙ্গলবার রাতে গ্যাস ট্যাবলেট পান করে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যায় আতিয়া খাতুন (২৮)।

নিহত রাকিব উপজেলার খুবজীপুরের পিপলা এলাকার আলতাব হোসেনের ছেলে ও আতিয়া খাতুন একই এলাকার মালয়েশিয়া প্রবাসী মুক্তার হোসেনের স্ত্রী।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারওয়ার জানান, উপজেলার খুবজীপুর এলাকার গলায় ফাঁস লাগানো অবস্থায় নিজ বাড়ি থেকে রাকিবের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

অপরদিকে গ্যাস টেবলেট পান করে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আতিয়া খাতুন নামের এক প্রবাসীর স্ত্রী মারা গেছে। দুটি আত্মহত্যার কারন উদঘাটন করতে পুলিশ কাজ শুরু করেছে। পুলিশের প্রাথমিক তথ্য মতে প্রবাসীর স্ত্রীর সাথে পরকিয়া প্রেমে বাধা দেওয়ায়, তারা অভিমানে এ ঘটনা ঘটাতে পারে।


 

আরবি/জেডআর

Link copied!