বরিশালের গৌরনদী পৌরসভার সাবেক মেয়র আলাউদ্দিন ভুঁইয়াকে গণধোলাই দিয়ে বৃহস্পতিবার সকালে বাবুগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করেছে উত্তেজিত জনতা।
বরিশাল মহানগর ছাত্রদলের সহ সভাপতি মোহাম্মদ আজিজুল ইসলাম ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পরে দীর্ঘদিন দিন ধরে পলাতক ছিলেন গৌরনদীর সাবেক পৌর মেয়র আলাউদ্দিন ভুঁইয়া।
বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে বরিশালের মুলাদী যাওয়ার উদ্দেশ্যে মীরগঞ্জ ফেটিঘাট অতিক্রমকালে স্থানীয় জনতা বিষয়টি টের পেলে তাকে আটক করে। এসময় উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিয়ে বাবুগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করে। পরে পুলিশ তাকে বরিশাল ডিবি পুলিশের কাছে হস্তান্তর করে।
এদিকে আটকের বিষয়টি অস্বীকার করে বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আমিনুল ইসলাম সাবেক পৌর মেয়র মো. আলাউদ্দিন ভূঁইয়াকে গৌরনদী মডেল থানা পুলিশ আটক করেছ বলে জানান।
গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইউনুস মিয়া জানান, গৌরনদী মডেল থানায় চাঁদাবাজি ও সংর্ঘষ মামলা (যার নং ১৭, তারিখ ১৫-১১-২০২৪) সন্দেহভাজন আসামী আলাউদ্দিন ভুঁইয়াকে সকালে শরিকল এলাকা থেকে গ্রেফতার করে ওইখান থেকেই সরাসরি বরিশাল আদালতে প্রেরন করা হয়।
আপনার মতামত লিখুন :