ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫

তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রতিবাদে ৬ ঘন্টা সড়ক অবরোধ

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৫, ০২:২৩ এএম

তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রতিবাদে ৬ ঘন্টা সড়ক অবরোধ

ছবি: রূপালী বাংলাদেশ

কক্সবাজারের চকরিয়া বদরখালী ব্রীজ সংলগ্ন প্যারাবনে মহেশখালীর এক তরুণী (১৯) সংঘবদ্ধ ভাবে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

রোববার (৫ জানুয়ারি) রাত সাড়ে টার দিকে এ ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে চকরিয়ার একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি আছেন। ভুক্তভোগী নারী মহেশখালী উপজেলার বাসিন্দা।

ওই নারী জানান, চট্টগ্রামের বাঁশখালীতে তার বোনের আকদ্ অনুষ্ঠান শেষে রাত ১০টার দিকে বদরখালী স্টেশন থেকে অটোরিকশা (সিএনজি) যোগে মহেশখালীর নিজ বাড়িতে ফিরছিলেন। বদরখালী- মহেশখালী ব্রীজের মাঝখানে গিয়ে সিএনজি চালক যান্ত্রিক ত্রুটির কথা বলে তাকে গাড়ি থেকে নামিয়ে দেন।পরে আবারো সিএনজি স্টেশনে আসার পথে কয়েকজন যুবক তাকে জোরপূর্বক ব্রীজ সংলগ্ন দক্ষিণ পাশের প্যারাবনে নিয়ে যায়। সেখানে প্রায় ৭ থেকে ৮ জন যুবক তাকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে কয়েক দফায় ধর্ষণ করেন।

তিনি আরো জানান, পরে স্থানীয়দের সহযোগিতায় বদরখালী জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে পুলিশের সহযোগীতায়

পরিবারের সাথে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। 

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাক্তি জানায়-ওই ঘটনার সিএনজি চালককের নাম সায়মুন এবং আরো যারা জড়িত আছে বলে দাবি করেন তারা হলেন.. রিয়াদ, তাজুল, ছোটন, বেলাল, ফরিদ সহ অনেকেই।

এদিকে তরুণীকে গণধর্ষণের ঘটনায় টানা ছয় ঘন্টা মহেশখালী-বদরখালী সড়ক অবরোধ করে রাখে ছাত্র জনতা। পরে চকরিয়া সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ ইরফান উদ্দীন ঘটনাস্থলে গিয়ে বিচারের আশ্বাস দিলে সাময়িক অবরোধ তুলে নেন। পরে স্বাভাবিক হয় মহেশখালী-বদরখালী রোডের যানচলাচল।তবে আগামীকাল সকাল ১০টার মধ্যে জড়িতরা গ্রেপ্তার না হলে মহেশখালী ও চকরিয়ার ইউএনও, এসিল্যান্ডের কার্যালয় ও থানা ঘেরাও করা হবে বলে হুশিয়ারি দেন আন্দোলন কারীরা।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের ভূঁইয়া জানান, ঘটনার খবর পেয়ে আমরা রাত থেকেই ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে যাচ্ছি এবং অভিযান অব্যাহত আছে। ওই নারী চকরিয়ার একটি বেসরকারি হাসপাতাল থেকে বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি আছেন। লিখিত অভিযোগ পাওয়ার পর অন্যান্য আইনানুগ প্রক্রিয়া তারা শুরু করবেন।

আরবি/জেডআর

Link copied!