হত্যা মামলায় গ্রেপ্তারকৃত আসামী ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য মাজাহারুল ইসলাম সুজনের রিমান্ড নামঞ্জুর ও জামিন না মন্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (১৪ অক্টোবর) দুপুরে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে পুলিশ তাকে ১০ দিনের রিমান্ড আবেদন করে। অপরদিকে তার পক্ষে জামিনের আবেদন করের আইনজীবিরা। উল্লেখিত বিষয়ে শুনানী শেষে বিচারক রমেশ কুমার ডাগা। সুজনের জামিন ও রিমান্ড আবেদন না মন্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেয়।
এদিকে আদালতে তোলার সময় আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা জয়বাংলা স্লোগান দিয়ে জামিনের মুক্তির শ্লোগান দিলে বিএনপির নেতাকর্মীরা তাদের ধাওয়া দেয়। পরে একজনকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।
অন্যদিকে শুনানী শেষে সাবেক এমপি মাজাহারুল ইসলাম সুজনকে আদালত থেকে বের করে প্রিজন ভ্যানে তোলার সময় তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন বিএনপির কর্মীরা। পরে দ্রুত তাকে প্রিজন ভ্যানে তুলে ছেড়ে যায়।
তবে বিশৃংখলা এড়াতে আগে থেকেই আদালত চত্বরে অতিরিক্ত পুলিশ সদস্যসহ আইনশৃংখলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়।
এ সময় আসামী পক্ষের আইনজীবী সোহরাব হোসেন জানান, হত্যা মামলার আসামী হিসেবে ঠাকুরগাঁও-২ আসনের সাবেক এমপি মাজাহারুল ইসলাম সুজনকে হাজির করা হয় আদালতে । আজ রিমান্ডের শুনানী ছিল। আদালত সন্তুস্ট হয়ে ন্যায় বিচারের স্বার্থে রিমান্ড ও জামিন না মঞ্জুর করে কারাগারের প্রেরণের নির্দেশ দেন।
আপনার মতামত লিখুন :