চট্টগ্রামের পতেঙ্গায় তেলবাহী জাহাজ `বাংলার জ্যোতিতে` আগুনের প্রাণ গেছে একজনের। নিখোঁজ রয়েছেন আরও দুইজন।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ডলফিন অয়েল জেটিতে এ দুর্ঘটনার সূত্রপাত। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দিয়েছে নৌবাহিনী, কোস্টগার্ড ও বন্দর কর্তৃপক্ষ।
‘বাংলার জ্যোতি’র মালিকানা প্রতিষ্ঠান রাষ্ট্রায়ত্ব বিএসসির এমডি কমডোর মাহমুদুল মালেক জানিয়েছেন, জাহাজের সামনের অংশে আগুন লেগেছে। জাহাজে থাকা ১১ হাজার ৭শ` টন তেল সুরক্ষিত আছে।
তিনি আরও জানান, আমদানি করা তেল পরিবহন করে এই ট্যাংকারটি।
আপনার মতামত লিখুন :