ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ঝড় সঙ্গে শিলাবৃষ্টি হয়েছে। শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় ঝড় সঙ্গে শিলাবৃষ্টি হয়। ঝড়ে ফলে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। গাছপালা উপড়ে গেছে। আমন ধানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
সালটিয়া ইউনিয়নের শিলাসী গ্রামের মিনহাজ মিয়া জানান, ঝড়ে কারণে তাঁর বসত ঘরের টিনের চালা ক্ষতিগ্রস্ত হয়েছে। গাছপালা ও আমন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
বাসুটিয়া গ্রামের সুজন মিয়া জানান, ঝড়ের সঙ্গে অসমের শিলাবৃষ্টির কারণে উঠতি আমন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এদিকে পৌর এলাকা ব্যতীত ঝড়ে কারণে উপজেলার অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবাহ বন্ধ রয়েছে।
গফরগাঁও বিদ্যুৎ উন্নয়নের বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মোশারফ হোসেন জানান, ঝড়ে বিদ্যুৎ লাইনে উপর গাছপালা পড়ে থাকার কারণে বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. রুহুল আমিন জানান, ঝড় ও শিলাবৃষ্টির ফলে আমন ধান এবং লাউসহ বিভিন্ন ধরনের শাকসবজি ক্ষতি হয়েছে।
আপনার মতামত লিখুন :