ঢাকা বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

বান্দরবনে আলী হায়দার মানিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৪, ০৮:২৯ পিএম

বান্দরবনে আলী হায়দার মানিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

অভিযুক্ত আলী হায়দার মানিক। ছবি: রূপালী বাংলাদেশ

পার্বত্য বান্দরবান জেলার লামা উপজেলার ফাইতং ইউনিয়নের বাসিন্দা মরহুম সামসুল আলম মেম্বারের ছেলে আলী হায়দার মানিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে।

আজ বিকেলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আলী হায়দার মানিকের চাচা ৩০৬ নং ফাইতং মৌজার জেনারেল হোল্ডিং এর মালিক মনসুর আলম,২৮৪, জেনারেল হোল্ডিং এর মালিক মনজুর আলম ২৮৫, জেনারেল হোল্ডিং ২৮৬ এর মালিক মরহুম শাহ আলম এর নামে খতিয়ান প্রচার থাকা যৌথ তিন পরিবার এই অভিযোগ করেন। জোরপূর্বক উচ্ছেদ ও চাঁদা দাবি করে আসছে বলে অভিযোগ করেছেন বস ভিটায় বসবাস করা ৬/৭ টি পরিবার গুলোর।

খতিয়ান ভোগ দখলে থাকা তিন ভাইয়ের বিক্রি করা ব্যক্তিদের কাছ থেকে ১০ থেকে ২০ হাজার টাকা প্রতি বাড়ি থেকে দাবি করছে আলী হায়দার মানিক। বিক্রি করে বসত করা পরিবারগুলো চাঁদা না দিলে আগামী ২৪ ঘন্টার মধ্যে বাড়িগুলো উচ্ছেদ করে দেবে বলে প্রকাশ্য হুমকি দিয়েছে।

সাম্প্রতিক গত ২০ ডিসেম্বর খতিয়ানভুক্ত ব্যক্তিদের ও বিক্রি করা বসতভিটায় বসবাস করা ব্যক্তিদের বেশ কয়েকবার হামলা করেছে আলী হায়দার মানিকের নেতৃত্বে। অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবারের আহত পরিবারের সদস্য। এই বিষয়ে আহত পরিবারের সদস্যরা চকরিয়া ও লামা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার কাগজপত্র নিয়ে মামলার চূড়ান্ত প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

ঘটনার বিষয়ে জানতে চাইলে স্থানীয় চেয়ারম্যান মো. ওমর ফারুক জানান, ৫ আগস্ট এর পর থেকে আলী হায়দার মানিক বেপরোয়া হয়ে উঠেছে। তারা সামাজিক বিচার মানেনা।

এই বিষয়ে আলী হায়দার মানিকের কাছে জানতে চাইলে তিনি বলেন, পার্শ্ববর্তী তাদের পৈত্রিক আরো ৩টি জেনারেল হোল্ডিং এর জমি রয়েছে। চাঁদাবাজি বিষয়টি সত্যতা নয় বলে তিনি দাবি করেন।
 

রূপালী বাংলাদেশ

Link copied!