বগুড়ার দুপচাঁচিয়ায় অনলাইন ভূমি সেবায় জনগণের চরম ভোগান্তি। জমির খাজনা দিতে না পারায় জমির বেচা কিনা স্থবির হয়ে পড়েছে। গত ৬ ডিসেম্বর থেকে এখন পর্যন্ত অনলাইনে ভূমি সেবায় সার্ভারটি বন্ধ থাকায় জমির নাম জারি,খাজনা আদায়, জমির ই-পর্চা সেবা, ভূমি উন্নয়ন করসহ অনলাইনে ভূমি সেবার সকল কার্যক্রম বন্ধ থাকায় জনগণ সেবা থেকে বঞ্চিত।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অফিস সূত্রে জানা যায়, গত ২৬ নভেম্বর সন্ধ্যা ছয়টা থেকে ১ ডিসেম্বর সকাল ৯টা পর্যন্ত ইমিউটেশন সিস্টেম, ই-পর্চা সিস্টেম এবং উন্নয়ন কর সিস্টেম রাখার ঘোষণা দিয়েছিল ভূমি মন্ত্রণালয়।পরে পরীক্ষামূলক ভাবে ১ ডিসেম্বরে পুনরায় চালু করা হয়।
এখানে ওয়েব সাইটে প্রবেশ করা গেলেও একাউন্টে লগইন জটিলতায় ভূমি সেবা স্থবির হয়ে পড়েছে এতে করে ভূমি গ্রাহকদের ভোগান্তির শেষ নেই বলে এ কথা জানান, এরপর দুপচাঁচিয়া পৌর ভূমি অফিসের উপ-সহকারী মো. মাইনুল ইসলাম জানান, আমাদেরকে পাসওয়ার্ড দিলে আমরা অনলাইনে কাজ করতে পারি। এরপর আবার সার্ভার বন্ধ হয়ে যায়। ভূমি অফিসে আসা সেবা-গ্রহিতা কয়েকজন জমির মালিক জমি বেচাকেনা করার আগে খাজনা পরিশোধ করার জন্য এলে সার্ভার বন্ধ থাকার কারণে ভোগান্তিতে পড়ছে। এতে করে নতুন ভাবে জমি বেচাকেনা করতে পারছে না।
সরজমিনে দুপচাঁচিয়া সদর ভূমি অফিসে গেলে সেবা প্রার্থী সুধীর চন্দ্র বলেন, গত বছর অনলাইনে জমির খারিজ করা হলেও এখন পর্যন্ত খাজনা দিতে পারি নাই। সার্ভারের জটিলতার কারণে নায়েব খাজনা নিতে পারছেন না।
দুপচাঁচিয়া সাব রেজিস্ট্রি অফিসের স্ট্যাম্পভান্ডর মইনুল ইসলাম ও দৌলতজ্জামান বলেন, প্রায় দুমাস যাবৎ জমির কেনাবেচা কমে গেছে। জমির রেজিস্ট্রি তলানিতে নেমেছে।
আবু রায়হান চৌধুরীসহ কয়েকজন দলিল লেখক জানান, কারিগরি কিছু ত্রুটির কারণে নামজারি ও খাজনা আদায় করা যাচ্ছে না আগের যাদের নাম জারি ও খাজনা খারিজ করা ছিল, এখন শুধু তাদেরই জমি রেজিস্ট্রি করতে গেলে সার্ভারের সমস্যায় বন্ধ হয়ে আছে। দুপচাঁচিয়া অফিসের সাব রেজিস্ট্রার দীর্ঘদিন না থাকায় দায়িত্বপ্রাপ্ত সাব রেজিস্ট্রার (গাবতলী) মো. কাইয়ুম মজুমদার সপ্তাহে দুই দিন মঙ্গলবার ও বুধবার দুপচাঁচিয়া অফিসে বসেন।
সাব-রেজিস্ট্রার অফিস সূত্রে জানা যায়, দীর্ঘ এক মাস হলো সার্ভার সমস্যার কারণে জমি রেজিস্ট্রি কাজে বিঘ্ন ঘটছে। জমি রেজিস্ট্রি করার অনলাইন থেকে যে ডকুমেন্টস প্রয়োজন হয় তা পাওয়া যাচ্ছে না। এর ফলে দৈনন্দিন জমি রেজিস্ট্রির সংখ্যা কমে গিয়েছে।
এ ব্যাপারে দুপচাঁচিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা বদলিকৃত জান্নাত আরা তিথি বলেন, জনসাধারণকে ডিজিটাল পদ্ধতিতে ভোগান্তি মুক্ত সেবা প্রদানের লক্ষ্যে সার্ভার আপগ্রেডেশনের কাজ চলছে। এর ফলে ভূমি সেবা সার্ভারে সাময়িক সমস্যা হচ্ছে।
বিষয়টি নিয়ে ভূমি মন্ত্রণালয় কাজ করছে। খুব দ্রুতই সমস্যার সমাধান হবে বলে জানান এই কর্মকর্তা।
আপনার মতামত লিখুন :