নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ-বিএনপির হামলা-পাল্টা হামলার খবর পাওয়া গেছে। এই ঘটনায় পাঁচ জন আহত হয়েছেন। তাদের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নাটোরের লালপুর উপজেলার আড়বাব ইউনিয়নের রঘুনাথপুর এলাকায় শনিবার (৪ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় ঘটে এই হামলা-পাল্টা হামলার ঘটনা।
আহতরা হলেন আড়বাব ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মান্নান, তার ছেলে সোহাগ, নাতি জয়, সেনাসদস্য জিহাদ ও ছাত্রদল কর্মী সাগর।
ভুক্তভোগী পরিবারের দাবি, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আড়বাব ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মান্নানের নাতি ছাত্রলীগ কর্মী জয় ফেসবুকে পোস্ট দেয়। পোস্টটি দেখার পর উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা জয়কে মারধর করে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা তাদের পাল্টা ধাওয়া দেয়। এ সময় তারা সাগর নামে এক ছাত্রদল কর্মীকে মারধর করে।
এই ঘটনার পর উত্তেজিত বিএনপি নেতাকর্মীরা আব্দুল মান্নান, রাব্বানি ও সেন্টু নামে ৩ আওয়ামী লীগ সমর্থকের বাড়িঘরে হামলা ও তাদের মারপিট করে। ওই সময় মান্নানের বাড়িতে ছুটিতে বেড়াতে আসা সেনাসদস্য জিহাদসহ ৪ জন আহত হন। খবর পেয়ে সেনাবাহিনী ও লালপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে রোববার (৫ জানুয়ারি) লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরজ্জামান জানান, পরিস্থিতি শান্ত রয়েছে। হামলার ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :