সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘শুভ জন্মদিন’ লিখে পোস্ট দেওয়ার পর কুষ্টিয়ায় ছাত্রলীগের সাবেক এক নেতা গ্রেপ্তার হয়েছে। শনিবার রাতে কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের বানিয়াকান্দি এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। ২৪ আগস্ট থানায় রুজু হওয়া একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। তার নাম জাহাঙ্গীর হাসান (৩১)। তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। জাহাঙ্গীর সদকী ইউনিয়নের বানিয়াকান্দি এলাকার মৃত সাদেক আলীর ছেলে।
কুমারখালী থানার উপপরিদর্শক বিপ্লব বিশ্বাস বলেন, ২৪ আগস্ট থানায় দায়ের করা মামলায় জাহাঙ্গীর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের অভিযান চলমান আছে।
আপনার মতামত লিখুন :