পাওনা বেতন পেয়ে টানা ২৩ দিন পর কাজে ফিরেছেন টিএনজেড কারখানার শ্রমিকরা।
শনিবার (১৬ নভেম্বর) থেকে পুনরায় চালু হয় কারখানাগুলো।
এর আগে বেতনের দাবিতে টানা তিনদিন গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিলেন টিএনজেড গ্রুপের পোশাক শ্রমিকরা। এ নিয়ে বেশ কয়েকদিন ধরে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছিল।
পরে সরকারের সহায়তায় গ্রুপের পাঁচটি কারখানার তিন হাজার ৬২০ শ্রমিক এবং ১২০ জন স্টাফ বকেয়া এক মাসের বেতন পেয়েছেন। এতে বেতন পেয়ে খুশি শ্রমিকরা। পরে কর্তৃপক্ষের ঘোষণায় যথারীতি শনিবার থেকে কারখানাগুলো পুনরায় চালু হয়।
আপনার মতামত লিখুন :