ঢাকা সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪

জকিগঞ্জ-কানাইঘাটে শিক্ষার উন্নয়নে কাজ করছে ফাহিম আল ইসহাক চৌধুরী ট্রাস্ট

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৪, ০৩:১৫ পিএম

জকিগঞ্জ-কানাইঘাটে শিক্ষার উন্নয়নে কাজ করছে ফাহিম আল ইসহাক চৌধুরী ট্রাস্ট

ছবি: রূপালী বাংলাদেশ

সিলেটের জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলায় স্কুল ও মাদ্রাসার পঞ্চম থেকে অষ্টম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রদান করছে ‍‍`ফাহিম আল ইসহাক চৌধুরী ট্রাস্ট‍‍`। চলতি মাসের ১৫ ও ১৭ ডিসেম্বর বৃত্তি পরীক্ষায় দুই হাজার একশ শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে থেকে তিনটি গ্রেডে মেধাবী ৫০০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করবে এই ট্রাস্ট।

রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে জকিগঞ্জের পরচকস্থ মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় বৃত্তি প্রদানের বিষয়টি তুলে ধরেন ট্রাস্টের সচিব মোঃ শাব্বির আহমদ।

এসময় তিনি ট্রাস্টের উদ্দেশ্যে সামাজিক গুরুত্ব এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।  শিক্ষার্থীদের প্রতিভা উদ্দীপিত করতে, তাদের বিকাশে সহায়তা করতে এবং উচ্চ শিক্ষাকে উৎসাহিত করার ক্ষেত্রে এই কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন ট্রাস্টের সচিব মোঃ শাব্বির আহমদ।

জানা গেছে, পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে ৩টি গ্রেডে মেধাবী ৫০০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করবে ‍‍`ফাহিম আল ইসহাক চৌধুরী ট্রাস্ট‍‍`। এছাড়াও মেধা গ্রেডে ২,৫০০ টাকা, প্রথম গ্রেডে ২,০০০ টাকা এবং সাধারণ গ্রেডে ১,৫০০ টাকা এককালীন প্রদান করা হবে। বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা পাবেন সনদপত্র।  আগামী জানুয়ারির শেষ সপ্তাহ বা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে বৃত্তি বিতরণ অনুষ্ঠান।

সভায় অন্যান্য অতিথিদের মধ্যে ট্রাস্টের সহ-সভাপতি এ.টি.এম সেলিম চৌধুরী, উপজেলা শিক্ষা অফিসারসহ অন্যান্য অতিথিরা ট্রাস্টের ভবিষ্যৎ পরিকল্পনা এবং সামাজিক অবদান নিয়ে বক্তব্য রাখেন।

জানা গেছে, ‍‍`ফাহিম আল ইসহাক চৌধুরী ট্রাস্ট‍‍`র লক্ষ্য শিক্ষা উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং মানবিক সেবা প্রদান করা।  যার মাধ্যমে জকিগঞ্জ ও কানাইঘাটের জীবনযাত্রার মান উন্নত হবে। 

আরবি/জেআই

Link copied!