ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

ময়মনসিংহে ন্যায্যমূল্যে সবজি বিক্রি শুরু, খুশি ক্রেতারা

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৪, ১২:১৭ পিএম

ময়মনসিংহে ন্যায্যমূল্যে সবজি বিক্রি শুরু, খুশি ক্রেতারা

ছবি: রুপালী বাংলাদেশ

ময়মনসিংহের নান্দাইলে ওলামা-ত্বলাবার আয়োজনে মাওলানা আব্দুল্লাহ জুবায়ের ও তার স্বেচ্ছাসেবী টিমের মাধ্যমে ন্যায্যমূল্যে রকমারি সবজি বিক্রির কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) বিকাল থেকে নান্দাইল পুরাতন বাসস্ট্যান্ডে (লাভু প্লাজা সংলগ্ন) ৩১ রকমের শাকসবজি, কাঁচা সবজি বিক্রির কার্যক্রম শুরু হয়। কাঁচা সবজি বিক্রির দুইদিনব্যাপী এ কার্যক্রমের উদ্বোধন করেন ইত্তেফাকুল উলামা নান্দাইল উপজেলা শাখার সভাপতি মুফতি ইব্রাহিম কাসেমি।  বৃহস্পতিবার রাত ৯.০০ টা পর্যন্ত চলবে এ কার্যক্রম।

উদ্বোধনের পরপরই স্থানীয় বাজারের তুলনায় কম দামে এসব সবজি কিনতে ভিড় করেন সাধারণ মানুষ।

সরেজমিন অস্থায়ী এই বাজারে গিয়ে দেখা যায়,৩১ টি নিত্যপণ্যের তালিকা টানানো হয়েছে। সেখানে পিঁয়াজ ১০০, রসুন ২৪০,কাঁচা মরিচ ১৫০,শুকনা মরিচ ২৫০, জাম আলু ৭০,বেল আলু ৪০,আলু ৬০,আদা (দেশী) ১৩০,আদা ১২০,লেবু  ৪০, পেঁপে ২৫,বেগুন ৫০, করলা ৯০, লতা ৫০,টমেটু ১৪০,গাজর ১৮০,কুমড়া ৫০, মুলা ৫০, মুখি ৪০,পটল ৪৫,শসা ৪০,শিম ১৫০,ঢেড়স ৬০,মিষ্টি কুমড়া ৫০,লাউ ৪০,বটবটি ৬০, লাউশাক ৩০,ধনিয়া ৫,চিচিঙ্গা ৩০,কলার চড়ি (থরুয়া)২০,জলপাই ২৫ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে।

মুফতি ইব্রাহিম কাসেমি বলেন,বাজারে শাকসবজিসহ নিত্যপণ্যের যে ঊর্ধ্বগতি তা কমিয়ে আনতে ন্যায্যমূল্যে সাধারণ মানুষের কাছে পণ্য বিক্রি শুরু হয়েছে। এখানে থেকে ৩১ রকমের সবজি আনা হয়েছে।

সবজি কিনতে আসা শাহজাহান বলেন, এখানে পিঁয়াজ ১০০ টাকা কেজি দরে কিনছি। সেলিম বলেন,আমি ১৫০ টাকা কেজি দরে কাঁচা মরিচ কিনেছি,বাজারে বিক্রি হচ্ছে ৩৬০ টাকায়।

এসময় সবজি কিনতে আসা সাজেদা বলেন, আমি ৫০ টাকা কেজি দরে বেগুন কিনেছি, বাজারে বিক্রি হচ্ছে ৭০ টাকায়।

সবজি কিনতে আসা আরও বেশ কয়েক জনের সাথে কথা বললে তারা জানান,কম দামে সবজি বিক্রির উদ্যোগকে সাধুবাদ জানাই।

সবজি বিক্রিতে সার্বিক তদারকি ও সহযোগীতা  করেন মুফতি শহিদুল্লাহ, মাওলানা ওয়ালী উল্লাহ,মুফতি আব্দুল কাদির,মাওলানা তারিক জামিল, মাওলানা আব্দুল্লাহ আল মামুন এবং মাদ্রাসা মুয়াজ ইবনে জাবাল এর ছাত্র ও শিক্ষকবৃন্দ

আরবি/জেআই

Link copied!