প্রতিদিনের মতো অফিসের কাজ শেষে বাড়ি ফিরছিলেন বেসকারি এনজিও ব্র্যাকের কর্মকর্তা ফয়সাল হোসেন (৩০)। ইচ্ছা ছিল বাড়ি ফিরে পরিবারের সাথে শুক্রবারের ছুটি কাটাবেন তিনি। তবে ফেরার পথে ট্রাকের ধাক্কায় নিভে যায় ফয়সালের জীবনের প্রদীপ। উৎফুল্ল ফয়সালের বিপরীতে বাড়ি ফিরছে তার ছিন্ন-বিচ্ছিন্ন মরদেহ। অফিস থেকে ফেরার পথেই ট্রাকের ধাক্কায় নিভে গেল ফয়সালের ব্যস্ত জীবন।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের মিয়ারবেড়ী বাজারে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ফয়সাল সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের বাঙ্গাখাঁ গ্রামের আব্দুল্লাহ মিয়ার ছেলে ও কমলনগরের চরকাদিরা ইউনিয়নের ব্র্যাক এনজিও শাখার কর্মকর্তা ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মোটরসাইকেলযোগে কর্মস্থল থেকে ফয়সাল বাড়ি ফিরছিলেন। প্রতিমধ্যে মিয়ারবেড়ী বাজারে পৌঁছলে একটি ধানবাহী ট্রাক পেছন থেকে মোটরসাইকেলসহ তাকে পিষে দেয়। এতে তার দেহ ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে পড়ে। এসময় মোটরসাইকেলটিও ভেঙে চুরমার হয়ে গেছে।
নিহত ফয়সালের বন্ধু আবুল হাসান সোহেল বলেন, কাজ শেষে ফয়সাল বাড়ি ফিরছিলেন। পথেই ট্রাকচাপায় তার মৃত্যু হয়। পরিবারের লোকজনসহ আমরা ঘটনাস্থল এসেছি।
লক্ষ্মীপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াকুব আলী বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় চালককে আটক করা সম্ভব হয়নি তবে ট্রাকটি জব্দ করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে ফয়সালের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আপনার মতামত লিখুন :