ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

শিবগঞ্জে নকল নবিশদের কর্মবিরতি, রাজস্ব বঞ্চিত সরকার

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৪, ০৮:৫৪ পিএম

শিবগঞ্জে নকল নবিশদের কর্মবিরতি, রাজস্ব বঞ্চিত সরকার

ছবি: রূপালী বাংলাদেশ

বগুড়ার শিবগঞ্জ সাব-রেজিষ্ট্রী অফিসের নকল নবিশদের  জাতীয় করনের দাবীতে কর্ম বিরতির কারনে কার্যক্রম স্থবির হওয়ায় সরকার রাজস্ব বঞ্চিত হচ্ছে। 

জানা গেছে, শিবগঞ্জ সাব রেজিষ্ট্রী অফিসের ৫৩ জন নকল নবিশ গত ১ মাস যাবৎ নকল, বালাম বইসহ সকল কার্যক্রম বন্ধ রাখার  কারনে সাধারন মানুষ সময় মতো খারিজ, দলিল এর কাজ করতে বিরাম্বনার স্বীকার হচ্ছেন।এতে করে সরকার লক্ষ লক্ষ টাকা রাজস্ব বঞ্চিত হচ্ছেন। এ ব্যাপারে উপজেলা নকল নবিশ সংগঠনের সভাপতি ওবাইদুল ইসলাম, সাধারন সম্পাদক শাহিনুর ইসলাম ও নিজাম উদ্দিন বলেন আমরা গত ১ মাস যাবৎ সকল কার্যক্রম বন্ধ রেখে কর্ম বিরতি পালন করছি। আমাদের দাবি একটাই সেটা হলো আমাদেরকে জাতীয় করন করতে হবে।

এ ব্যাপারে উপজেলা ষ্ট্যাম্প ভেন্ডার ও দলিল লেখক মাহিদুল ইসলাম লাকী, ওছমান আলী, ইব্রাহিম হোসেন, ওবাইদুল হক স্বপন, হেলাল উদ্দিন, খালিদ হাসান আরমান, ছলেমান আলী, খোকা মিয়া, গোলাম হোসেন, রাকু মিয়া, বলেন নকল নবিশদের কর্ম বিরতির কারনে সাব- রেজিষ্ট্রী অফিসে খারিজ, দলিল এর কাজ বন্ধ থাকায় সাধারন মানুষ তাদের সঠিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন তারা অবিলম্বে তাদের দাবী মেনে নিয়ে কর্মস্থলে যোগদান করার সহযোগীতা চেয়েছেন।

এ ব্যাপারে উপজেলা সাব- রেজিষ্টার কামরুল হোসেন বলেন নকল নবিশ গত ১ মাস যাবৎ কর্মবিরতি পালন করছেন। তাদের দাবীর যৌতিকতা রয়েছে। 

আরবি/জেডআর

Link copied!