জামালপুর: জামালপুরে জমির মালিকানা নিয়ে অসত্য ও বিভ্রান্তিমূলক তথ্য পরিবেশনের অভিযোগ করেছে শেখ ফজিলাতুন্নেছা মুজিব ইউনিভার্সিটি কর্তৃপক্ষ।
রবিবার দুপুরে শহরের নাওভাঙ্গা চরে শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাস চত্বরে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ইউনিভার্সিটি কর্তৃপক্ষ।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়টির ট্রেজারার প্রফেসর জাওয়াদুল হক, রেজিস্টার গোলাম মওলা ও আইন বিভাগের চেয়ারম্যান আবুল হাসানাত ইবনে আবেদীন।
সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়টির কর্তৃপক্ষ অভিযোগ করে বলেন, শেখ ফজিলাতুন্নেছা মুজিব ইউনিভার্সিটির জন্য শহরের নাওভাঙ্গা চরে মোট ৪৫ টি দাগে সাড়ে ১৬ একর জমি ৯৯ বছরের জন্য লিজ ও প্রায় ৯ একর জমি সাব কবলা দলিল মূলে ক্রয় করে স্থায়ী ক্যাম্পাস নির্মাণ কাজ চলছে। কিন্তু স্থানীয় একটি কুচক্রী মহল বিশেষ মহলের প্ররোচনায় এই জমি নিয়ে মিথ্যা বানোয়াট অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এসব অপপ্রচার বন্ধের দাবি জানিয়েছেন বিশ্ব বিদ্যালয় কর্তৃপক্ষ।
সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী, শিক্ষার্থীসহ জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক এবং অন-লাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :