ঢাকা রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
যৌতুকের বলি গৃহবধূ রিপা

হত্যার বিচারের দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২৪, ০৮:৫১ পিএম

হত্যার বিচারের দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন

ছবি: রূপালী বাংলাদেশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে রিপা আক্তার (২৮) নামে এক গৃহবধূ যৌতুকের ছোবলে প্রান হারিয়েছেন। এ নৃশংস হত্যাকান্ডের বিচারের দাবিতে তার পরিবারের পক্ষ থেকে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর/২৪) দুপুরে গোবিন্দগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহতের চাচী শিউলী বেগম। লিখিত বক্তব্য পাঠ কালে শিউলী বেগম বলেন, গত ৫ বছর পূর্বে মহিমাগঞ্জ ইউনিয়নের
জগদীশপুর গ্রামের খন্দকার রাহেনুলের ছেলে আতিকুর রহমান খন্দকারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই আতিকুর যৌতুকের জন্য রিপার উপর অমানুষিক নির্যাতন
চালাতো। আর এ যৌতুকের জন্য প্ররোচনা দিত রকি খন্দকার, আফাজ উদ্দিন খন্দকার, ইউসুফ আলী খন্দকার, তোফা খন্দকার। মেয়ের সংসারে শান্তির জন্য প্রায়ই
নানা অংকের টাকাও দেয়া হতো। কিন্তু আতিকুরের যৌতুকের চাহিদা দিনদিন বাড়তেই থাকে। সেই সাথে যৌতুকের দাবী না মেটাতে পারলেই রিপার উপর নেমে
আসতো ভায়াবহ নির্যাতন। নির্যাতনের এক পর্যায়ে গত ১৫ সেপ্টেম্বর আতিক উল্লেখিত ব্যক্তিদের প্ররোচনায় রিপাকে বেদম মারপিট করে। মারপিটের এক পর্যায়ে
রিপা গুরুতর আহত হয়। ১৬ সেপ্টেম্বর মৃতপ্রায় রিপাকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয় দেয় রিপার স্বামী। এখানে তার অবস্থা অবনতি
ঘটলে রিপাকে স্থানান্তর করা হয় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক রিপাকে মৃত ঘোষণা করে।

শিউলী বেগম বলেন, রিপার মৃত্যুর পর আতিকুর রহমানকে প্রধান আসামী করে ৬ জনের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলা
দায়েরের পর থেকেই আসামীরা আমাদের জীবন নাশের হুমকী সহ মামলা তুলে নেয়ার জন্য বিভিন্নভাবে চাপ প্রয়োগ করছে। এতে করে আমরা নিরাপত্তাহীনতার মধ্যে দিয়ে দিনাতিপাত করছি। তাই অবিলম্বে রিপা হত্যাকান্ডে জড়িত আসামীদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবী জানাচ্ছি। সংবাদ সম্মেলনে নিহত রিপার মা
ববিতা বেগম, বাবা আব্দুর রউফ মিস্ত্রি, মেয়ের চাচা আসাদুল ইসলাম উপস্থিত ছিলেন।

আরবি/জেডআর

Link copied!