নওগাঁর ধামইরহাটে চলতি বোরো মৌসুমে ধান কাটতে এসে নিখোঁজ হয়েছে আবু হাশেম নামে একজন শ্রমিকের ছেলে। সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার রুপবাটি গ্রাম থেকে মো. চাঁদ আলী ও তার ছেলে আবু হাসেমসহ বেশ কয়েকজন ধান কাটা মাড়াই কাজের জন্য শ্রমিক ধামইরহাট উপজেলায় আসে এবং তারা উপজেলার বস্তাবর এলাকায় অবস্থান করেন। সেখানে দলের লোকজনের সাথে প্রায় ১০ দিন ধান কাটা-মাড়াই কাজ করেছেন। কাজ করা কালে গত ২৪ নভেম্বর বেলা ১১টার দিক থেকে সে আর দলে ফিরে আসে নাই।
ইতিপূর্বেও একাধিক বার বিভিন্ন এলাকা থেকে কাজ করতে গিয়ে হারিয়ে যান নিখোঁজ যুবক আবু হাসেম। তার মানসিক কিছু সমস্যাও রয়েছে বলে নিখোঁজ শ্রমিকের নিশ্চিত করেছেন। ছেলের সন্ধান চেয়ে ধামইরহাট থানায় জিডি করেছেন তার বাবা চাঁদ আলী জিডি নম্বর-১০৯৯, তারিখ-২৩/১২/২০২৪।
এবিষয়ে ধামইরহাট থানার ওসি মো. রাইসুল ইসলাম জানান, নিখোঁজ ছেলেটি মানসিক ভারসাম্যহীন রোগী। এর আগেও বিভিন্ন এলাকা থেকে সে পালিয়ে গেছে। থানা পুলিশের পক্ষ থেকে তাকে উদ্ধারের জন্য চেষ্ঠা অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন :