জয়পুরহাটের কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াসিম আল বারী`কে বিদায়ী সংবর্ধনা দিয়েছে কালাই প্রেসক্লাব।
বুধবার (০২ অক্টোবর) সন্ধ্যা ৭ টার সময় কালাই প্রেসক্লাবের আয়োজনে বদলিজনিত এ বিদায়ী সংবর্ধনা কালাই প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে কালাই প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুন নুর নাহিদ এর সঞ্চালনায় প্রেসক্লাবের সভাপতি সেলিম সরোয়ার শিপন এর সভাপতিত্বে বক্তব্য দেন কালাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নাফিউৎজ্জামান তালুকদার ডলার, সহসভাপতি তানবিরুল ইসলাম রিগান, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান নয়ন, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন।
এসময় উপস্থিত ছিলেন প্রচার সম্পাদক তানজির আহমেদ সাকিব, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জীবন তালুকদার লিটন, আইন বিষয়ক সম্পাদক আবু বক্কর সিদ্দিক প্রিন্স, নির্বাহী সদস্য সজিবুল ইসলাম পাভেল ও সদস্য জাহিদুল ইসলাম।
অনুষ্ঠানে বিদায়ী অফিসার ইনচার্জ(ওসি) ওয়াসিম আল বারী বিদায়ী বক্তব্য দিতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন দায়িত্ব পালনকালে উপজেলার সকল শ্রেণি পেশার মানুষের সর্বাত্মক সহযোগিতা পেয়েছি। কালাই উপজেলার মানুষ বন্ধুত্বপ্রিয় এবং অতিথি পরায়ন।
আপনার মতামত লিখুন :