শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার পিটিআই মোড়ে এ ঘটনা ঘটে। নিহত আইজেল হোসেন ওই এলাকার মৃত আহম্মেদ মন্ডলের ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, এদনি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোমিনপুর এলাকা থেকে কৃষি কাজ শেষে বাইসাইকেলযোগে নিজ বাড়ি ফিরছিলেন কৃষক আইজেল হোসেন। এসময় চুয়াডাঙ্গা সদর উপজেলার পিটিআই মোড়ে পৌঁছালে পিছন থেকে আসা দ্রুতগতির লাটাহাম্বার গাড়ি বাইসাইকেলকে ধাক্কা দেয়। এতে আইজেল হোসেন ছিটকে পাকা রাস্তার উপর পড়েন। পরে স্থানীয়রা লাটাহাম্বাটি আটক করেন। গুরুতর আহত অবস্থায় আইজেল হোসেনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমান।
আপনার মতামত লিখুন :