কুষ্টিয়ার কুমারখালীতে বজ্রপাতে আলম শেখ (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চাপড়া ইউনিয়নের সিংদহ গ্রামের মৃত জুলমত শেখের ছেলে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মিকাইল ইসলাম বলেন, ধানক্ষেত দেখতে গিয়ে বজ্রপাতে আলম শেখ নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানান, কৃষক আলম শেখ মাঠে নিজ জমির ধানক্ষেত দেখতে গিয়েছিলেন। পরে তিনি আর বাড়ি না ফিরে আসায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। এরপর সন্ধ্যায় মাঠ থেকে তাকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। রাত ৯ টায় ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন তাঁর মৃত্যু হয়।
আপনার মতামত লিখুন :