ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

চুয়াডাঙ্গায় কৃষককে কুপিয়ে হত্যা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৪, ০৯:৪৬ এএম

চুয়াডাঙ্গায় কৃষককে কুপিয়ে হত্যা

ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় আহমেদ শরীফ (৪৫) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে।  রোববার (২২ ডিসেম্বর) রাত সাড়ে ৭ টার দিকে আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়নের রামদিয়া গ্রামের মাঝেরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কৃষক আহম্মেদ শরীফ মাঝেরপাড়া এলাকার মৃত বিশারত আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জমি নিয়ে পূর্ব বিরোধ চলে আসছিল। রোববার সন্ধ্যায় প্রতিপক্ষ আনসার জোয়ার্দ্দার ও তার সঙ্গীরা আহমেদ শরীফ ও তার আত্নীয়দের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে আহমেদ শরীফকে ধারাল অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে তারা। এতে ঘটনাস্থলেই আহমেদ শরীফ মারা যান।

এছাড়াও এ ঘটনায় আরও তিনজন গুরুত্বর আহত হয়েছেন বলে জানা গেছে। তাদেরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পাশ্ববর্তী ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক (ওসি) মাসুদুর রহমান রুপালী বাংলাদেশকে বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। অভিযুক্তদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

 

আরবি/জেআই

Link copied!