ঢাকা বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪

রাতের আঁধারে কৃষকের শিম গাছ কর্তন

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৪, ০৭:১৯ পিএম

রাতের আঁধারে কৃষকের শিম গাছ  কর্তন

ছবি: রূপালী বাংলাদেশ

নরসিংদীর পলাশে রাতের আঁধারে এক কৃষকের দেড় বিঘা জমির শিমগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। গতকাল রবিবার গভীর রাতে উপজেলার গজারিয়া ইউনিয়নের গজারিয়া গ্রামের কৃষক মোহন চাঁন ভূইয়ার জমির এসব গাছ কেটে ফেলা হয়। এতে ওই কৃষকের প্রায় ২ লাখ টাকা ক্ষতিগ্রস্থ হয়।

ক্ষতিগ্রস্থ কৃষক মোহন চাঁন জানান, সোমবার সকালে তিনি জমিতে পরিচর্যা করতে এসে বাগানের দেড় বিঘা জমির সব শিম গাছ কাটা অবস্থায় দেখতে পান। পরে তিনি বিষয়টি জানাতে এলাকাবাসিকে খবর দেয়। রাতের আঁধারে কে বা কাহারা তার সব সিমগাছ গুলো কেটে ফেলে। বাগানের প্রতিটি গাছে ফলন ধরা শুরু হয়েছিল। বিভিন্ন যায়গায় ধারদেনা করে গাছ গুলো রোপণ করেছিলেন বলে জানান তিনি।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আয়েশা আক্তার জানান,সিমগাছ কেটে ফেলার সংবাদ পেয়েছি। কৃষককে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিতে বলেছি।
পলাশ থানার ওসি শহিদুল ইসলাম জানান, এ ব্যাপারে থানায় অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আরবি/জেডআর

Link copied!